এক্সপ্লোর
Advertisement
Sourav Ganguly Health Update: 'বাকি দুই ধমনীর ব্লকেজই উদ্বেগের কারণ', সৌরভের অসুস্থতা প্রসঙ্গে জানালেন চিকিৎসক সৌতিক পণ্ডা
ফের অসুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বুকে ব্যাথা অনুভব করায় বুধবার তাঁকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে আসা হয়। সৌরভের অসুস্থতা নিয়ে বিশিষ্ট চিকিৎসক সৌতিক পণ্ডা বলেন, 'সৌরভের যেহেতু আরও দুটো ধমনীতে ব্লকেজ রয়েছে, তাই সেখানে চিকিৎসা প্রয়োজন। আগে মনে করা হয়েছিল, একটি ব্লকেজে স্টেন্ট বসিয়ে অন্য ব্লকেজটি ওষুধের মাধ্যমে খুলে যাবে। বুকে ব্যাথা হওয়ার কারণেই তড়িঘড়ি ওনাকে ফের হাসপাতালে যেতে হয়েছে। ওনার এখনও দুটি ব্লকেজ থাকার কারণে উদ্বেগ রয়েছে। যদিও অ্যাঞ্জিওগ্রাফি না করলে এই বিষয়ে বলা সম্ভব নয়। আগামীকাল অ্যাঞ্জিওগ্রাফির পরেই স্টেন্ট বসানো নিয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে।'
ফের বুকে ব্যথা অনুভব করায়, বাইপাসের ধারে, অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হল সৌরভকে। বেহালার বাড়ি থেকে অ্যাপোলো, গ্রিন করিডর করে, নিয়ে যাওয়া হয় সৌরভকে। স্টেন্ট বসানোর পর, গত ৭ তারিখই উডল্যান্ডস থেকে বাড়ি ফেরেন সৌরভ। গত ২ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হন সৌরভ। তাঁর তিনটি ধমনীতে ব্লকেজ ধরা পড়ে। ডান দিকের ধমনীতে প্রায় ৯০ শতাংশ ব্লকেজ ছিল। সেখানে স্টেন্ট বসানো হয়। বাকি দু’টি ধমনীতে ব্লকেজ প্রায় ৭০ শতাংশ। অ্যাঞ্জিওপ্লাস্টির পর মহারাজের শারীরিক অবস্থা পরীক্ষা করতে কলকাতায় আসেন, প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠী। এরপর, ৭ তারিখ বাড়ি ফেরেন সৌরভ। বাড়ি ফেরার পর থেকেই চিকিত্সকদের তত্ত্বাবধানে ছিলেন। এরইমধ্যে, ফের তাঁর অসুস্থ হওয়ার খবর। উদ্বেগে অনুরাগী-শুভানুধ্যায়ীরা।
ফের বুকে ব্যথা অনুভব করায়, বাইপাসের ধারে, অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হল সৌরভকে। বেহালার বাড়ি থেকে অ্যাপোলো, গ্রিন করিডর করে, নিয়ে যাওয়া হয় সৌরভকে। স্টেন্ট বসানোর পর, গত ৭ তারিখই উডল্যান্ডস থেকে বাড়ি ফেরেন সৌরভ। গত ২ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হন সৌরভ। তাঁর তিনটি ধমনীতে ব্লকেজ ধরা পড়ে। ডান দিকের ধমনীতে প্রায় ৯০ শতাংশ ব্লকেজ ছিল। সেখানে স্টেন্ট বসানো হয়। বাকি দু’টি ধমনীতে ব্লকেজ প্রায় ৭০ শতাংশ। অ্যাঞ্জিওপ্লাস্টির পর মহারাজের শারীরিক অবস্থা পরীক্ষা করতে কলকাতায় আসেন, প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠী। এরপর, ৭ তারিখ বাড়ি ফেরেন সৌরভ। বাড়ি ফেরার পর থেকেই চিকিত্সকদের তত্ত্বাবধানে ছিলেন। এরইমধ্যে, ফের তাঁর অসুস্থ হওয়ার খবর। উদ্বেগে অনুরাগী-শুভানুধ্যায়ীরা।
Tags :
Sourav Ganguly Hospitalized Chest Pain Khabar Bangla News Live News Bangla Khobor Bangla Bangla News Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Live Bengali News Bengali News Live ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Bengali News Apollo Hospital Abp Ananda Sourav Gangulyআরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement