এক্সপ্লোর
Advertisement
‘অশনি সংকেত’ মিলেছিল গতকালই, আজ আলোর উৎসবের মধ্যে নিভে গেল সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনদীপ
‘অশনি সংকেত’ মিলেছিল শনিবার দিনভর। শেষমেশ, রবির দুপুরেই ‘অভিযান’ শেষ! প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়। ১৯৩৫ সালের ১৯ জানুয়ারি জন্ম নদিয়ার কৃষ্ণনগরে। বাবা মোহিতকুমার চট্টোপাধ্যায় মা আশালতা চট্টোপাধ্যায়। বাবা পেশায় আইনজীবী হলেও ভালবাসতেন আবৃত্তি, নাটক, গান। বাবার আবৃত্তি শুনেই কবিতার প্রতি আগ্রহ তৈরি হয় ছেলের। সৌমিত্র চট্টোপাধ্যায়ের ছেলেবেলা কেটেছে কৃষ্ণনগর, হাওড়া ও কলকাতায়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর। মঞ্চে হাতেখড়ি কলেজ জীবনেই। পেশাগত জীবন শুরু অল ইন্ডিয়া রেডিও-র ঘোষক হিসেবে। ১৯৫৯ সালে সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’ ছবিতে রুপোলি পর্দায় অভিনয় শুরু। তিনশোরও বেশি ছবিতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। রুপোলি পর্দার পাশাপাশি দাপিয়ে বেড়িয়েছেন মঞ্চে। অভিনয়ের পাশাপাশি, নাটক লিখেছেন, পরিচালনা করেছেন। ‘টিকটিকি,’ ‘হোমাপাখি’, ‘ঘটক বিদায়’-এর মতো নাটকে করেছেন স্মরণীয় অভিনয়। কিং লিয়রের ভূমিকায় চমকে দিয়েছেন দর্শকদের।
আরও দেখুন
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
Advertisement