Bratya Basu: রাজ্যের সমস্ত কলেজে ভর্তিতে অবশেষে অভিন্ন পোর্টাল। ABP Ananda live
West Bengal News: রাজ্যের সমস্ত কলেজে ভর্তিতে অবশেষে অভিন্ন পোর্টাল। একটি পোর্টালেই এবার রাজ্যে কলেজে ছাত্র-ছাত্রী ভর্তি। অনলাইনে ২০টিরও বেশি কলেজে করা যাবে ভর্তির আবেদন। কেন্দ্রীয়ভাবে প্রকাশিত হবে কলেজ ভিত্তিক মেরিট লিস্ট। মঙ্গলবার কলেজে ভর্তির নতুন বিধি ঘোষণা করতে পারে সরকার, খবর সূত্রের। নিটে (Neet Exam) প্রশ্নফাঁসের অভিযোগ, কেন্দ্রকে নিশানা রাজ্যের শিক্ষামন্ত্রীর। 'এটা কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা। হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা। আমাদের রাজ্যে শিক্ষা দুর্নীতি (Recruitment Scam) নিয়ে তদন্ত হল, গ্রেফতার হল। কিন্তু কেন্দ্রের শিক্ষা দুর্নীতির কোনও তদন্ত হল না', আক্রমণ ব্রাত্য বসুর bratya Basu)। ভোটে পুলিশের ওপর 'হামলা', গ্রেফতার বিজেপি যুবমোর্চার সদস্য। ১ জুন শেষ দফার ভোটে পুলিশের ওপর হামলার অভিযোগে গ্রেফতার। বিজেপি যুবমোর্চার সদস্য রঘুবীর সিংহকে গ্রেফতার করল ভবানীপুর থানার পুলিশ। ভোটের দিন গুন্ডাদমন শাখার আধিকারিককে মারধরের অভিযোগ ওঠে রঘুবীরের বিরুদ্ধে। ABP Ananda Live