Assembly Budget Session: বাজেট অধিবেশনের শুরুতে বেনজির পরিস্থিতি বিধানসভায় | ABP Ananda Live
Assembly Budget Session: বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতেই বেনজির পরিস্থিতি। রাজ্যপালের (Governor) ভাষণের মধ্যেই বিধানসভায় (West Bengal Assembly) তুমুল হট্টগোল। ভাষণ চলাকালীন স্লোগান দিতে শুরু করেন বিজেপি বিধায়করা (BJP MLA)। 'চোর ধরো জেল ভরো', স্লোগান দিতে থাকেন বিজেপি বিধায়কদের। এমন কী রাজ্যপালের (Governor) সামনে কাগজ ছুড়ে প্রতিবাদ করেন বিজেপি বিধায়করা। ধনকড়-পর্ব এখন অতীত। রাজ্যপালের ভাষণ দিয়ে আজ শুরু হয় বিধানসভার বাজেট অধিবেশন (Assembly Budget Session)। বিধানসভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীও (Cheif Minister)। দুপুর ২টো থেকে রাজ্যপালের ভাষণ শুরু হতেই বিজেপি বিধায়করা দফায় দফায় বিক্ষোভ দেখান।
![Mamata Banerjee: বিদ্যুতের দাম কমবে ? কী জানালেন মমতা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/9256d29ed6662d75137b6e576fd0128d1739881728453535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)