Mamata-Modi Meeting: ভ্যাকসিন থেকে পেগাসাস, পর পর সংঘাতের আবহেই আজ মুখোমুখি মোদি-মমতা
মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দিল্লি যাওয়ার আগে পেগাসাস কেলেঙ্কারি (Pegasus Controversy) নিয়ে তদন্ত কমিশন গঠন করার ঘোষণা করেছেন। এ নিয়ে শাসক-বিরোধী সংঘাত তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এই আবহেই আজ প্রধানমন্ত্রীর বাসভবনে বিকেল চারটের সময় বৈঠকে বসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। প্রায় দুবছর পর মুখোমুখি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বৈঠক হয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দুবছর পরে। মুখ্যমন্ত্রী বারবার অভিযোগ করেছেন, কেন্দ্র রাজ্যকে বঞ্চনা করেছে। এই ইস্যুতে তিনি বারবার চিঠিও লিখেছেন কেন্দ্রকে। বকেয়া GST ও ভ্যাকসিন ইস্যুতে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, অন্যান্য রাজ্যকে পর্যাপ্ত ভ্যাকসিন দেওয়া হলেও পশ্চিমবঙ্গকে দেওয়া হচ্ছে না। আমফান, ইয়াসে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্য। কিন্তু তুলনায় সাহায্য খুবই নগণ্য দেওয়া হয়েছে।