Covid Updates: সবাইকে ভ্যাকসিন দেওয়া হোক, হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের ফুয়াদ হালিমের
দেশে লাগামছাড়া করোনা (Covid) সংক্রমণ। বাড়ছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। সংকট শেখা দিয়েছে কোভিড ভ্যাকসিনের (Vaccine)। বিশেষজ্ঞদের মতে, যত দ্রুত বেশি মানুষকে টিকা দেওয়া যাবে তত দ্রুত সংক্রমণ নিয়ন্ত্রণ করা যাবে। করোনার প্রথম ঢেউয়ের পর এই পদ্ধতি ব্যবহার করেই সংক্রমণ নিয়ন্ত্রণ করেছে বিশ্বের বহু দেশ। কিন্তু দ্বিতীয় ঢেউ ভয়ঙ্কর আকার ধারণ করেছে করোনা। দৈনিক সংক্রমণে রেকর্ড তৈরি করেছে ভারত। ভ্যাকসিন নিতে হাসপাতালে ভিড় করছে সাধারণ মানুষ। কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না ভ্যাকসিন। এই নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করলেন সিপিএম নেতা তথা চিকিৎসক। তাঁর মতে, করোনা মোকাবিলায় ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় ও রাজ্য সরকার। প্রয়োজন হলে প্রত্যেক রোগী যেন হাসপাতালে বেড পায়, তাঁর জন্য কোর্টের নির্দেশ দেওয়া উচিত। সব নাগরিকদের ভ্যাকসিন দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।


















