Cyclone Yaas Effect: ক্ষণিকের ঝড়ে লণ্ডভণ্ড অশোকনগর-ব্যারাকপুরের একাংশ, ক্ষতিগ্রস্থ বহু বাড়ি
মিনিট খানেকের ঝড়ে লন্ডভন্ড অশোকনগর ও ব্যারাকপুরের একাংশ। প্রশাসন সূত্রে খবর, সকাল সাড়ে ৯টা নাগাদ ঝড় বয়ে যায়। তাতেই ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু বাড়ি। সবথেকে ক্ষতি হয়েছে অশোকনগর-কল্যাণগড় পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের শক্তিনগর ও গুমা খ্রিস্টানপাড়া। ঘটনাস্থলে যান অশোকনগরের বিধায়ক।ঝড়ে বিপর্যস্ত ব্যারাকপুরের একাংশও।
মুহূর্তের ঝড়ে লন্ডভন্ড নদিয়ার চাকদা ও শান্তিপুরের বিস্তীর্ণ এলাকা। আজ ভোর ৪টে নাগাদ বয়ে যায় ঝড়। টিনের চাল উড়ে যাওয়ায় বহু বাড়ি ক্ষতিগ্রস্ত। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে চাকদা পুরসভার ৪, ৯ ও ১০ ওয়ার্ডে। এছাড়াও, চাঁদুরিয়া গ্রাম পঞ্চায়েতের পোড়াডাঙা মুকুন্দনগরে গাছ উপড়ে বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ায় বিদ্যুৎ সংযোগ ব্যাহত। সকালে গাছ কেটে রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয়েছে। একইরকমভাবে শান্তিপুর ব্লকের করমচাপুর ও হিজুলি গ্রামে মুহূর্তের ঝড়ে ভেঙে গিয়েছে একাধিক বাড়ি। আশ্রয়হীন বহু পরিবার। হতাহতের খবর এখনও মেলেনি।