District News: ঘাটালে বিধায়ককে লক্ষ্য করে 'বোমাবাজি,' কাঁথিতে সমবায় ব্যাঙ্কে বিক্ষোভ
ঘাটালে বিজেপি (BJP) বিধায়ককে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। দলীয় কর্মসূচিতে যাওয়ার সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমা ছোড়ে বলে অভিযোগ। তৃণমূলের দাবি, লকডাউনে কর্মসূচিতে গিয়ে বিতর্কে জড়ান বিধায়ক। তা ঢাকতে নাটক করছেন।
দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের পদ থেকে সরানো হল অখিল গিরিকে। নতুন চেয়ারম্যান হলে জ্যোতির্ময় কর। বিধানসভা ভোটে কাঁথি দক্ষিণ হেরে যান জ্যোতির্ময় কর।
কাঁথিতে সমব্যায় ব্যাঙ্কের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে বিক্ষোভ দেখাল তৃণমূল। অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়ার জন্য ব্যাঙ্কের ম্যানেজারকে স্মারকলিপি দিয়েছে বিক্ষোভকারীরা। কাঁথি কোঅপারেটিভ ব্যাঙ্কের জেনারেল ম্যানেজার জানিয়েছেন, উর্ধ্বতন কর্তৃপক্ষই উপযুক্ত ব্যবস্থা নেবে।
আমফানের বছর ঘুরতে না ঘুরতেই আবার একটি ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। উত্তর ২৪ পরগনার সমস্ত সরকারি কর্মীর ছুটি বাতিল করা হয়েছে। কাউকে স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে নিয়ে যেতে সমস্যার মধ্যে যাতে পড়তে না হয়, তার জন্য আগেভাগেই তৈরি জেলা প্রশাসন।