Donald Trump: বাণিজ্য় বন্ধের হুঁশিয়ারির মাধ্য়মেই দুই দেশের সংঘর্ষ বিরতি? কী বললেন ট্রাম্প
ABP Ananda Live: ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতি নিয়ে ফের কৃতিত্ব দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্য়ের বন্ধের হুঁশিয়ারির মাধ্য়মেই দুই দেশের সংঘর্ষ বিরতি সম্ভব হয়েছে বলে মন্তব্য ট্রাম্পের। যদিও সংঘর্ষ বিরতি নিয়ে তৃতীয় পক্ষের ভূমিকা নস্যাৎ করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
শুভেন্দুর 'জঙ্গি'-খোঁচা
বুধবার, জঙ্গি নিয়ে সতর্কতার সুর শোনা গেছিল মুখ্যমন্ত্রীর গলায়। বলেছিলেন, বাইরে থেকে কোনও জঙ্গি যেন কোথাও শেল্টার নিতে না পারে। বৃহস্পতিবার, পাল্টা মুখ্য়মন্ত্রীকে খোঁচা দিলেন শুভেন্দু অধিকারী। বললেন, উনি ৫৪০ কিলোমিটার জমিটা MHA-BSFকে তুলে দিক, জঙ্গি ওঁকে খুঁজতে হবে না, BSF-NIA খুঁজে নেবে।
'সত্যি কি শিক্ষকরা ওখানে আন্দোলনে করছেন?' প্রশ্ন তুললেন কল্যাণ
সত্যি কি শিক্ষকরা ওখানে আন্দোলনে করছেন? বাইরের লোক বিকাশভবনের আন্দোলনে ঢুকে গিয়েছে। IPS-কে মারছে, এঁরা শিক্ষক? আন্দোলনে সাংবিধানিক অধিকার আছে বলে, অন্যের সাংবিধানিক অধিকারকে নষ্ট করা যায় না, মন্তব্য তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।


















