Durga Puja 2021: মণ্ডপসজ্জায় জুতোর ব্যবহারের জেরে বিতর্ক, দমদম পার্ক ভারত চক্রকে আইনি নোটিস | Bangla News
এবছর দমদম পার্ক ভারতচক্রের পুজোর থিম 'কৃষক আন্দোলন'। যা ফুটিয়ে তুলতে প্যান্ডেলের একাংশে করা হয়েছে জুতোর ইন্সটলেশন। পুজোর মুখে এনিয়ে শুরু হয়েছে বিতর্ক। সূত্রের খবর, ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে ইতিমধ্য়েই ক্লাব কর্তৃপক্ষকে আইনি চিঠি পাঠিয়েছেন এক আইনজীবী। প্যান্ডেলে জুতো ব্যবহারের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপিও (BJP)। ট্যুইট করেছেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikair) লিখেছেন, দমদম পার্কে দুর্গাপুজোর প্যান্ডেল জুতো দিয়ে সাজানো হয়েছে। শিল্পীর স্বাধীনতার নামে দুর্গাকে অপমান করার এই জঘন্য কাজ সহ্য করা হবে না। আমি রাজ্যের মুখ্য়সচিব ও স্বরাষ্ট্রসচিবকে অনুরোধ করছি, ষষ্ঠীর আগেই যেন প্যান্ডেল থেকে জুতো খুলে নিতে উদ্যোক্তাদের বাধ্য় করা হয়।
![Mamata Banerjee: বিদ্যুতের দাম কমবে ? কী জানালেন মমতা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/9256d29ed6662d75137b6e576fd0128d1739881728453535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)