Morning Top Story: আজ বালুরঘাটে Rajnath Singh, এবং অন্য খবর
লাগামছাড়া পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, অভিনব প্রতিবাদ মমতার। হাজরা থেকে ফিরহাদের (Firhad Hakim) ই-স্কুটারে সওয়ারি হয়ে গেলেন নবান্নে (Nabanna)। ফেরার পথে চালকের আসনে। দিল্লির নেতারা বাংলায় এলেও পেট্রোল-ডিজেলের দামবৃদ্ধি নিয়ে চুপ! কটাক্ষ মমতার। 'ভোটের আগে নাটক', খোঁচা বিজেপির। কয়লাকাণ্ডে স্ত্রী ও শ্যালিকাকে সিবিআই-র জিজ্ঞাসাবাদ, মোদি সরকারকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার দুর্নীতিতে ভরা, ব্যারাকপুরের সভা থেকে আক্রমণ জেপি নাড্ডার (JP Nadda)। মোদি, অমিত শাহ, নাড্ডার পর এবার রাজ্যে আসছেন রাজনাথ সিংহ। পরিবর্তন যাত্রায় অংশ নেওয়ার পাশাপাশি আজ বালুরঘাটে জনসভা করবেন প্রতিরক্ষামন্ত্রী। রাকেশ সিংহের (Rakesh Singh) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ কোকেন-কাণ্ডে ধৃত বিজেপি নেত্রীর। পুলিশের নজরে বিজেপি নেত্রী পামেলার ফোন থেকে উদ্ধার অডিও ক্লিপ। একাধিক ব্যক্তির সঙ্গে কথা। আলোচনা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, খবর সূত্রের। লক্ষ্য সোনার বাংলা কর্মসূচির সূচনা নাড্ডার। ২৯৪টি বিধানসভা কেন্দ্রে ঘুরবে ট্যাবলো, নেওয়া হবে ২ কোটি মানুষের পরামর্শ। আগে সোনার ভারত তৈরি করুক, কটাক্ষ অভিষেকের (Abhishek Banerjee)। পদ্মে ফের তারকা যোগ। হেস্টিংসে নাড্ডার সামনেই বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী পায়েল সরকার (Payel Sarkar)। আলিপুর চিড়িয়াখানায় খাঁচার জাল কেটে চুরি তিনটি বিদেশি পাখি, উদ্ধার বার্ড ক্যাচার। থানায় অভিযোগ দায়ের। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি।