(Source: ECI/ABP News/ABP Majha)
Nishikant Dubey: 'অন্যকে ধমক দিলে আপনাকেও ফল ভুগতে হবে', নাম না করে মহুয়াকে নিশানা নিশিকান্ত দুবের
ABP Ananda LIVE : মহুয়ার বিরুদ্ধে তদন্তে সিবিআই, নাম না করে তৃণমূল সাংসদকে নিশানা নিশিকান্ত দুবের। 'অন্যকে ধমক দিলে আপনাকেও ফল ভুগতে হবে'। যেমন বীজ রোপণ করবে, তেমনই ফসল হবে, পোস্ট বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের । 'আপনি আয়কর দেবেন না, অথচ বিজনেস ক্লাসে দুবাই, আমেরিকা,লন্ডন যাবেন, পাঁচতারা হোটেলে থাকবেন'। সিবিআই-ইডি তো হিসেব চাইবেই, এক্স হ্যান্ডলে পোস্ট বিজেপি সাংসদের । 'যে সাংসদ টাকার বিনিময়ে জাতীয় নিরাপত্তা বিক্রি করেছেন, তাঁর আয়কর রিটার্ন দেখুন'। '২০১২ থেকে ১৫-র আয়কর রিটার্ন শূন্য'। '২০১৫ সালে ৩৩ হাজার, ২০১৬-১৭ সালে ৯১ হাজার টাকা'। '২০২১-২২ সালে ১ লক্ষ ১৫ হাজার টাকা রিটার্ন জমা দিয়েছেন'। 'তারপর কীভাবে বিজনেস ক্লাসে ভ্রমণ?'। 'কীভাবে টাকা ছাড়া বিজনেস ক্লাসে দুবাই, আমেরিকা, প্যারিস, লন্ডন ঘুরবেন, জানতে চাইলে দুর্নীতিতে অভিযুক্ত সাংসদের সঙ্গে যোগাযোগ করুন'। এক্স হ্যান্ডলে পোস্ট বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের