Jyoti Malhotra: সন্দেহভাজন পাক চর জ্যোতি মালহোত্রাকে জেরায় মিলেছে নতুন তথ্য
ABP Ananda Live: সন্দেহভাজন পাক চর জ্যোতি মালহোত্রাকে জেরায় মিলেছে নতুন তথ্য। সূত্রের খবর, জ্যোতির বিদেশ ভ্রমণের ফান্ডিং কারা করেছে, খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারী সংস্থার দাবি, জ্যোতির মোবাইল ফোনে জম্মু কাশ্মীর ও লাদাখের সীমান্তবর্তী এলাকার প্রচুর ভিডিও মিলেছে। সেখানে নিরাপত্তা বাহিনীর গতিবিধি, রাডারের লোকেশন, হাই সিকিউরিটি জোনের ছবি রয়েছে। জ্যোতির মোবাইল ফোনের ক্লাউড স্টোরেজ থেকে রাজস্থানে ভারত-পাক সীমান্তের একাধিক স্পর্শকাতর এলাকার ভিডিও মিলেছে বলে সূত্রের খবর। পাক-কানেকশন নিয়ে জ্যোতিকে জিজ্ঞাসাবাদ করছে NIA এবং IB.
'দায়বদ্ধ' নাটকে মূল চরিত্রে তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক, ভিড় উপচে পড়ল মধুসূদন মঞ্চে
মঙ্গলবার কলকাতার মধুসূদন মঞ্চে নৈহাটি ব্রাত্যজনের পরিবেশনায় উপস্থাপিত হল চন্দন সেনের লেখা নাটক 'দায়বদ্ধ'। তবে এবার মেঘনাদ ভট্টাচার্যের জায়গায় নাটকের মূল চরিত্র গগনকে মঞ্চে ফুটিয়ে তুলেছেন অভিনেতা ও তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। মঙ্গলবার মধুসূদন মঞ্চে ভিড় ছিল চোখে পড়ার মতো।


















