এক্সপ্লোর
Assam Flood: ভারী বৃষ্টি ও ব্যাপক ধসের জেরে অসমের ডিমা হাসাও জেলার হাফলংয়ে বিপর্যস্ত রেল পরিষেবা। Bangla News
রেললাইনে কাত হয়ে পড়ে আস্ত ট্রেন! ট্র্যাকের ওপর দিয়ে বইছে কাদার স্রোত। এভাবে ৪৮ ঘণ্টা আটকে থাকার পরে ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা পেলেন ২টি ট্রেনের প্রায় ২ হাজার ৮০০ জন যাত্রী। ভারী বৃষ্টি ও ব্যাপক ধসের জেরে অসমের ডিমা হাসাও জেলার হাফলংয়ে বিপর্যস্ত রেল পরিষেবা। ট্রেনে আটকে পড়া অধিকাংশ যাত্রীকে এয়ার লিফট করে নিরাপদ জায়গায় পৌঁছে দিয়েছে ভারতীয় বায়ুসেনা। নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে জানিয়েছে, ভারী বৃষ্টি এবং ধসের জেরে গত শনিবার থেকে লামডিং-বদরপুর রুটে ১৮টি ট্রেন বাতিল হয়েছে। বিভিন্ন জায়গায় শুরু হয়েছে রেললাইন মেরামতির কাজ ।
ইন্ডিয়া
নরেন্দ্র মোদি এবং নীতীশ কুমারের পার্টনারশিপে বিহারে ডাবল সেঞ্চুরি করল NDA
আরও দেখুন
Advertisement




















