BJP : উত্তরাখণ্ডে তরুণীর রহস্যমৃত্যুর ঘটনায় নাম জড়াল হেভিওয়েট বিজেপি নেতার ছেলের । Bangla News
উত্তরাখণ্ডে রিসর্টে রিসেপশনিস্টের রহস্যমৃত্যুর ঘটনায় নাম জড়াল হেভিওয়েট বিজেপি নেতার ছেলের। ৬ দিন পর খাল থেকে উদ্ধার হল হৃষিকেশের নিখোঁজ রিশেপসনিস্ট অঙ্কিতা ভাণ্ডারির মৃতদেহ। ১৯ বছরের তরুণীর মৃত্যুর ঘটনায় রিসর্টের মালিক বিজেপি নেতা ও প্রাক্তন মন্ত্রী বিনোদ আর্যর ছেলে পুলকিত আর্য-সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, অপরাধের কথা স্বীকার করেছে অভিযুক্তরা। তারা জানিয়েছে, বচসার সময় অঙ্কিতাকে খালে ঠেলে ফেলে দেওয়া হয়। তাতেই মৃত্যু হয় অঙ্কিতার। এই ঘটনায় অভিযুক্তর রিসর্ট ভাঙচুর করে উত্তেজিত জনতা। অভিযুক্তদের নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান মহিলারা। এই ঘটনায় বিজেপি শাসিত উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, পুলিশ তদন্ত করছে। এই ধরনের অপরাধের ক্ষেত্রে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হবে।


















