CBSE Class 12 Result: ৩১ জুলাই বেরোতে পারে সিবিএসই দ্বাদশের ফল
৩১ জুলাই বেরোতে পারে সিবিএসই (CBSE) দ্বাদশের ফল। বাড়ানো হল নম্বর চূড়ান্ত করার সময়সীমা। ২২ জুলাইয়ের বদলে বেড়ে হল ২৫ জুলাই। বিকেল ৫টা পর্যন্ত দেশজুড়ে স্কুলগুলিকে তথ্য নির্দেশিকা সিবিএসই-র। স্কুলগুলির পাঠানো নম্বরের তথ্য়ে ভুল। তথ্য় সংশোধনের জন্যই বাড়তি সময় বলে জানাল সিবিএসই।
মাধ্যমিকে রেজাল্টের পর এবার একাদশে ভর্তি। ভর্তির সময়সীমা বেঁধে দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ২ থেকে ১৪ অগাস্ট নিজের স্কুলে ভর্তি হতে পারবে পড়ুয়ারা। ১৬ থেকে ৩১ অগাস্ট অন্য় স্কুলের পড়ুয়াদের ভর্তির সময়। একাদশের ভর্তি নিয়ে বিজ্ঞপ্তি সংসদের।
আগামীকাল উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ। দুপুর তিনটেয় আনুষ্ঠানিক ফল প্রকাশের পর বিকেল চারটে থেকে তা জানা যাবে এবিপি আনন্দর ওয়েবসাইট wb12.abplive.com। শুক্রবার থেকে মার্কশিট পাবেন পরীক্ষার্থীরা। মাধ্য়মিকের মতো প্রকাশিত হবে না মেধাতালিকা।