Goa TMC: পাখির চোখ গোয়ার ভোট, ৪ দিনের সফরে যাচ্ছেন মমতা| Bangla News
গোয়া। আয়তনে ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য। সেই গোয়ারই এখন বিশাল ওজন। কারণ আগামী বছর সেখানে ভোট। তাই সমুদ্র তীরবর্তী ছোট্ট জায়গাই এখন রাজনৈতিক দলগুলির পাখির চোখ। আগামী বৃহস্পতিবার ৪ দিনের গোয়া সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ফিরবেন ৩১ তারিখ। তৃণমূল সূত্রে খবর, সেখানে তাঁর একাধিক দলীয় কর্মসূচি রয়েছে। বিভিন্ন আঞ্চলিক দলের সঙ্গে জোট নিয়ে আলোচনা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তাঁর উপস্থিতিতে তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে কংগ্রেস-সহ একাধিক রাজনৈতিক দলের নেতার। যোগ দিতে পারেন গোয়ার বিশিষ্টজনেরাও। ইতিমধ্যেই গোয়ায় কাজ শুরু করে দিয়েছেন তৃণমূলের ভোট স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের প্রতিনিধিরা।
![Delhi Stampede : নয়াদিল্লির ঘটনায় রেল এবং পুলিশি ব্যর্থতাকে দায়ী করছেন কংগ্রেস মুখপাত্র রশিদ আলভি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/b9f3a4247147cd056f6d4e824b2ded781739779910520535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Delhi Stampede : নয়াদিল্লিতে মর্মান্তিক ঘটনা। 'অতিরিক্ত ভিড়ের কারণেই দুর্ঘটনা', বললেন যোগী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/7c5dcd63e7cf7f8d0014ea064225f19e1739701329298535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Delhi Stampede: শেষ মুহূর্তে প্ল্যাটফর্ম বদল ট্রেনের? হুড়োহুড়িতে নয়াদিল্লিতে মর্মান্তিক ঘটনা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/707a11971be28e7a3a8a4f20d159c7a91739701891801535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Delhi Stampede:ঘোষণার ভুলের জন্য হুড়োহুড়ি ! নয়াদিল্লিতে মর্মান্তিক দুর্ঘটনা। প্রাণ গেল অন্তত ১৮ জনের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/711029094cf0f99d5820deaf0d48877e1739700652584535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Delhi Stampede : ট্রেনের ঘোষণায় গাফিলতির জেরে দুর্ঘটনা ! নয়াদিল্লির ঘটনায় প্রশ্নের মুখে রেলব্যবস্থা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/713e219af39d14015905f0dce93c70cb1739697741503535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)