Operation Sindoor PC: 'ভারতে সাম্প্রদায়িক অশান্তি ছড়াতেই ওই অপরাধ ঘটানো হয়', বললেন বিদেশ সচিব
ABP Ananda Live: 'পহেলগাঁও হত্যা অতিবর্বরতা। সাম্প্রদায়িক হিংসা ছড়াতে এই হামলা করা হয়। ধর্ম জেনে খুন করা হয়েছে পহেলগাঁওয়ের পর্যটকদের। ভারতের উন্নয়নের গতি স্তব্ধ করাতেই এই হামলা', বললেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। 'আমাদের গোয়েন্দারা জঙ্গিদির গতিবিধির উপর নজর রাখছিলেন। ভারতের উপর আরও হামলা হতে পারে বলে ইঙ্গিত মিলেছিল। হামলা আটকাতে এবং পরিস্থিতি সামাল দেওয়ার প্রয়োজন অনুভূত হয়,' বললেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। 'The Resistance Front নামের একটি সংগঠন হামলার দায় স্বীকার করে। পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার শাখা সেটি। তদন্তে পাকিস্তান থেকে জঙ্গিদের নির্দেশ দেওয়ার নোট মিলেছে', জানালেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। "পহেলগাঁও হামলার তদন্তে পাকিস্তান সংযোগ উঠে আসে। আমাদের গোয়েন্দারা চক্রীদের শনাক্ত করেন। ভারত নিজের অধিকার প্রয়োগ করেছে, সন্ত্রাসের পরিকাঠামো ধ্বংস করেছে। পহেলগাঁও হামলার মাধ্যমে উপত্যকা এবং দেশে সাম্প্রদায়িক অশান্তি ছড়ানোই লক্ষ্য় ছিল," বললেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি।






















