India Covid Update: টানা তিনদিন দৈনিক সংক্রমণ ৫০ হাজারের ওপরেই
India Coronavirus Update : দেশে করোনাভাইরাসের দাপট অব্যাহত। এই নিয়ে টানা তিনদিন দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের বেশিই রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তর সংখ্যা ৫১,৬৬৭। মৃত্যু হয়েছে ১,৩২৯ করোনা আক্রান্তর। এর আগে বুধবার দেশে দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা ছিল ৫৪,০৬৯, মঙ্গলবার এই সংখ্যা ছিল ৫০,৮৪৮। গত ২৪ ঘণ্টায় সুস্থের সংখ্যা ৬৪,৫২৭ জন।অর্থাৎ, অ্যাক্টিভ করোনা আক্রান্তর সংখ্যা কমেছে ১৪,১৮৯। দেশে করোনায় মৃত্যুর হার ১.৩০ শতাংশ। অন্যদিকে, রিকভারি হার ৯৬ শতাংশ। অ্যাক্টিভ আক্রান্তর হার ২ শতাংশের মতো। অ্যাক্টিভ করোনা আক্রান্তর সংখ্যার নিরিখে বিশ্বে ভারত তৃতীয় স্থানে। মোট আক্রান্তর সংখ্যায় ভারত দ্বিতীয় স্থানে। মৃতের সংখ্যার নিরিখে আমেরিকা ও ব্রাজিলের পর বিশ্বে তৃতীয় স্থানে ভারত।
জ্ঞানেশ্বরী প্রতারণাকাণ্ডের তদন্তে ধোঁয়াশা কাটাতে অভিযুক্ত অমৃতাভ চৌধুরীর গতকাল ডিএনএ এবং অসিফিকেশন টেস্ট করিয়েছে সিবিআই। ডিএনএ-র ( DNA ) নমুনা সংগ্রহ করা হয় এসএসকেএম হাসপাতালে। সিবিআই সূত্রে খবর, সেই নমুনা দিল্লি পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। অমৃতাভর বয়স নির্ধারণের জন্য যে অসিফিকেশন টেস্ট করা হয়েছে, তার রিপোর্ট আসার পরই পরবর্তী সিদ্ধান্ত নেবে সিবিআই, এমনটাই সূত্রের খবর।