India Pakistan News: "দেশের সুরক্ষার জন্য কোনও কিছুই আমাদের সামনে বাধা হবে না।" বললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং
ABP Ananda Live : অপারেশন সিঁদুরের পর, কাল রাতে উত্তর-পশ্চিম ভারতের ১৫টি সেনা ঘাঁটিতে হামলার চেষ্টা করেছিল পাকিস্তান। যদিও সেই চেষ্টা ব্য়র্থ করে দিয়েছে, ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। মাঝআকাশেই পাকিস্তানি ড্রোন ও মিসাইলকে ধ্বংস করে দিয়েছে, রাশিয়া থেকে আনা, S-400, ভারত যার নাম দিয়েছে সুদর্শনচক্র। এবার প্রত্য়াঘাত হিসেবে লাহৌর সহ পাকিস্তানের লাহৌরে এয়ার রেডার সিস্টেম ধ্বংস করে দিল ভারতের হারপি ড্রোন। হামলা চালানো হয়েছে আরও কয়েকটি জায়গায়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ দেশবাসীকে আশ্বস্ত করে বললেন, "দেশের সুরক্ষার জন্য কোনও কিছুই আমাদের সামনে বাধা হবে না।"পাক হামলার পাল্টা অ্যাকশনে ভারতীয় সেনা। করাচি নৌ বন্দরে হামলা আইএনএস বিক্রান্তের। ইসলামবাদ, লাহৌর, পেশোয়ারে প্রত্যাঘাত। ধ্বংস পাকিস্তানের ডিফেন্স সিস্টেম।ভারতের অলআউট অ্যাটাক।এবার জলপথেও অ্যাকশনে ভারত। করাচি বন্দরে বড় হামলা আইএনএস বিক্রান্তের। অ্যাকশনে কলকাতা ক্লাস ডেস্ট্রয়ার জাহাজও।অ্যাকশনে আইএনএস বিক্রান্ত।

















