এক্সপ্লোর
ভারত-চিন উভয়ের সঙ্গেই কথা, মধ্যস্থতার জন্য নিজে থেকেই এগিয়ে এল আমেরিকা
ফের ভারত-চিন সম্পর্ক নিয়ে মধ্যস্থতার প্রস্তাব ট্রাম্পের। উদ্বেগ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, পরিস্থিতি অত্যন্ত কঠিন। আমরা ভারতের সঙ্গে কথা বলেছি। চিনের সঙ্গেও কথা হয়েছে। দুই দেশই খুব বড় সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে।গতকাল ওকলাহোমায় নির্বাচনী সভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, দু’পক্ষই সংঘাতে জড়িয়েছে। দেখা যাক কী হয়। কীভাবে এই সমস্যা থেকে বের হওয়া যায়, তা নিয়ে আমরাও চেষ্টা করছি। চলতি সপ্তাহে হোয়াইট হাউস জানায়, লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পরিস্থিতির উপর তারা নজর রাখছে।
আরও দেখুন

















