এক্সপ্লোর
তাইল্যান্ডের শপিংমলে সেনা কর্মীর বন্দুক হামলায় মৃত ২০, আহত ৩১
তাইল্যান্ডের শপিংমলে বন্দুক নিয়ে হামলা সেনা কর্মীর। এলোপাথাড়ি গুলিতে মৃত্যু ২০ জনের। আহত ৩১। পুলিশের গুলিতে নিহত আততায়ী-ও। গতকাল ঘটনাটি ঘটেছে উত্তর-পূর্ব তাইল্যান্ডের কোরাটে। পুলিশ সূত্রে খবর, হামলাকারী সেনা কর্মী সেনা ঘাঁটি থেকে বন্দুক নিয়ে হানা দেয় কোরাট শহরের টার্মিনাল টোয়েন্টি ওয়ান মলে। গাড়ি চালিয়ে মলে আসা পর্যন্ত গোটা রাস্তায় গুলি চালায়। মলে ঢুকে নিজের মেশিনগান থেকে ওই সেনা কর্মী এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করায়, ঘটনাস্থলেই অনেকের মৃত্যু হয়। পুলিশের গুলিতে মৃত্যু হয় হামলাকারীরও।
Tags :
Thailand Shootingআরও দেখুন

















