iran israel news: মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা, ইরানে হামলা ইজরায়েলের, কী জানাচ্ছেন অর্থনীতিবিদ?
ABP Ananda Live: মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা। ইরানে হামলা ইজরায়েলের। নামছে শেয়ারসূচক। লাফিয়ে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। পড়ছে টাকার দাম। দ্রব্যমূল্যবৃদ্ধির আশঙ্কা।
আমেদাবাদে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু মিছিল। ভারতের বুকে দ্বিতীয় বৃহত্তম বিমান বিপর্যয় গুজরাতের আমদাবাদে টেক অফের মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে যায় এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার।জনবহুল এলাকায় একটি মেডিক্যাল কলেজ ও হস্টেলের উপর ভেঙে পড়ে বিমানটি। এদিকে শেষ দুই ঘণ্টায় ককপিটে ঠিক কী হয়েছিল, সেই যাবতীয় রহস্যভরা ২টি বক্সের একটি এবার উদ্ধার হয়েছে, এমনটাই খবর সংবাদমাধ্যম সূত্রে। আমেদাবাদে ওই দুর্ঘটনাগ্রস্ত বিমানের একটি Black Box উদ্ধার সম্ভব হয়েছে। আরেকটির খোঁজে তল্লাশি চলছে বলে সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে।
আমদাবাদ বিমানবন্দরে কেন ভেঙে পড়ল ড্রিমলাইনার বিমান? যান্ত্রিক ত্রুটি? নাকি এর পিছনে নাশকতাও থাকতে পারে? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। স্বচ্ছ তদন্ত চেয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। স্পষ্ট ব্য়াখ্য়া দাবি করেছেন অখিলেশ যাদব। কয়েক সেকেন্ডের মধ্য়ে সব শেষ। মৃত্য়ু মিছিল। লন্ডন যাওয়ার জন্য় বিমানে উঠেছিলেন যাত্রী এবং চালক-সহ বিমানের কর্মীরা। কয়েক মিনিট পর ভাঙা থেকে বেরোল পুড়ে প্রায় কঙ্কাল হয়ে যাওয়া একের পর এক মৃতদেহ। বিমান যে বাড়িতে আছড়ে পড়ে, সেটা একটা মেডিক্য়াল কলেজ। সেখানেও অনেকের মৃত্য়ু হয়েছে বলে আশঙ্কা করা হয়েছে। কিন্তু, এত ভয়াবহ একটা বিপর্যয় ঘটল কীকরে? এত মানুষের মৃত্য়ু হল কেন? যান্ত্রিক ত্রুটি? পাইলটের ভুল? নাকি নাশকতা? এই বিপর্যয়ের পরই বিভিন্ন রাজনৈতিক দল স্বচ্ছ তদন্ত চেয়ে সরব হয়েছে।


















