'দল ছাড়তে চাইছেন তা ব্যক্তিগত বিষয়, দলের কোনও সমস্যা হবে না', সরলা মুর্মুর তৃণমূলে ফিরতে চাওয়ার আবেদনে প্রতিক্রিয়া দিলীপ ঘোষের
সরলা মুর্মুর তৃণমূলে (TMC) ফিরতে চাওয়া নিয়ে বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, "ভোটের আগে হাজার হাজার মানুষ বিজেপিতে যোগ দিয়েছিলেন। ওঁনারা আশা করেছিলেন বিজেপি জিতবে, ওঁনারা টিকিট পাবেন, সেটা হয়নি কোনওভাবে। এখন ওঁরা ভুল বুঝতে পারছেন বলে দাবি করছেন। ভুল বুঝতে পেরেছেন কি না তা তাঁদের ব্যক্তিগত ব্যাপার। এদের দলের কোনও সমস্যা নেই। আমাদের দলের জেতার সম্ভাবনা ছিল বলে আমরা দলে অনেককে জায়গা দিয়েছিলাম। ওঁরা কী কারণে এসেছিলেন আর কী কারণে চলে যাচ্ছেন তা ওঁদের ব্যাপার।"
কুণাল ঘোষ বলেন, "শুধু সোনালি গুহ বা সরলা মুর্মুই নন অনেকেই যাঁরা তৃণমূল থেকে বিজেপিতে চলে গিয়েছিলেন তাঁরা এখন ফিরে আসতে চাইছেন। এটা একটা নীতিগত সিদ্ধান্তের বিষয়। এখন তৃণমূল কংগ্রেস কোভিড মোকাবিলায় ব্যস্ত এবং তার সঙ্গে কেন্দ্রীয় সরকারের প্রতিহিংসামূলক ধরনের অসহযোগীতা, কার্যকলাপ, ষড়যন্ত্র মোকাবিলায় ব্য়স্ত। এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও নীতিগত সিদ্ধান্ত হয়নি।"