Kashmir Attack: পহেলগাঁও জঙ্গি হামলায় ক্রমশ জোরাল হচ্ছে হামাস যোগর সম্ভাবনা
ABP Ananda Live: পহেলগাঁও জঙ্গি হামলায় ক্রমশ জোরাল হচ্ছে হামাস যোগর সম্ভাবনা। গত ফেব্রুয়ারি মাসে পাক অধিকৃত কাশ্মীরের একসঙ্গে দেখা গিয়েছিল লস্কর, জইশ ও হামাস নেতাদের। প্রায় তিন মাস আগে থেকেই কি তৈরি হয়েছিল হামলার ব্লু প্রিন্ট?
কলকাতা জুড়ে ৮৩টি রুফটপ রেস্তোরাঁকে চিহ্নিত করে তালিকা প্রকাশ করল কলকাতা পুলিশ
বড়বাজারকাণ্ডে আগুনের গ্রাসে ১৪টা প্রাণ চলে যাওয়ার পরই তৎপর হল কলকাতা পুরসভা ও পুলিশ। মেয়র ফিরহাদ হাকিমের কড়া বার্তার পরপরই এবার কলকাতা জুড়ে ৮৩টি রুফটপ রেস্তোরাঁকে চিহ্নিত করে তালিকা প্রকাশ করল কলকাতা পুলিশ। ইতিমধ্যেই এই সমস্ত রুফটপ রেস্তোরাঁর ঠিকানায় নোটিস দেওয়া হয়েছে। এর পাশাপাশি কলকাতা পুরসভার তরফে দেওয়া হয়েছে একগুচ্ছ নির্দেশিকাও। সেই নিয়েও তুঙ্গে রাজনৈতিত তরজা।
এবার BSF-র হাতে আটক পাক রেঞ্জার্সের জওয়ান
সীমান্ত পেরিয়ে ভারতের হাতে পাক রেঞ্জার্সের জওয়ান। রাজস্থান সীমান্তে আটক পাক রেঞ্জার্সের জওয়ান: PTI সূত্র। BSF জওয়ানের পাল্টা এবার ভারতে আটক পাক রেঞ্জার। ১১দিন পরেও পাকিস্তানের হাতে হুগলির BSF জওয়ান। ভুল করে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের হাতে BSF জওয়ান। BSF জওয়ানকে আটকে রেখে ভারতের উপর চাপের কৌশল পাকিস্তানের। এবার BSF-র হাতে আটক পাক রেঞ্জার্সের জওয়ান।

















