Kashmir:পহেলগাঁও হামলার অস্ত্র লুকনো ছিল বেতাব ভ্যালিতে,NIAতদন্তের প্রাথমিক রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য
ABP Ananda live: পহেলগাঁও হামলার অস্ত্র লুকনো ছিল বেতাব ভ্যালিতে। NIA তদন্তের প্রাথমিক রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। হামলার পিছনে ওভারগ্রাউন্ড ওয়ার্কার্সদের ভূমিকার উল্লেখ রিপোর্টে। OGW-র বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক পদক্ষেপের প্রস্তুতি শুরু। ওভারগ্রাউন্ড ওয়ার্কার্সরা কাদের সঙ্গে যোগাযোগ রাখতেন, তাদের তালিকাও তৈরি। এলাকার থ্রি ডি ম্যাপিং ও ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে। হামলাকারীরা পাক অধিকৃত কাশ্মীরে হ্যান্ডলারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছিল। NIA-র DG প্রাথমিক তদন্ত রিপোর্ট তুলে দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের হাতে।
NIA সূত্রে খবর, তদন্তে জানা গেছে, হামলা চালানোর জন্য অস্ত্রশস্ত্র বেতাব ভ্যালিতে লুকিয়ে রেখেছিল জঙ্গিরা। সূত্রের খবর, NIA-র তদন্ত রিপোর্টে জঙ্গিদের ওভার গ্রাউন্ড ওয়ার্কার্স বা OGW-দের ভূমিকারও উল্লেখ রয়েছে। বৈসরনে নিরীহ পর্যটক খুনের ঘটনায় কারা কারা ওভার গ্রাউন্ড ওয়ার্কার্স হিসেবে কাজ করেছে, সূত্রের খবর, তাদের তালিকাও তৈরি করে ফেলেছে NIA. তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

















