Kashmir News: কাশ্মীর জুড়ে ভারী বুটের শব্দ, প্রস্তুতি তুঙ্গে সেনার
ABP Ananda Live: সীমান্ত পেরিয়ে ভারতের হাতে পাক রেঞ্জার্সের জওয়ান। রাজস্থান সীমান্তে আটক পাক রেঞ্জার্সের জওয়ান, খবর PTI সূত্রের। BSF জওয়ানের পাল্টা এবার ভারতে আটক পাক রেঞ্জার। এখনও পাক বাহিনীর হাতে বন্দি অবস্থায় রয়েছেন BSF জওয়ান পূর্ণমকুমার সাউ। ভুল করে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে চলে গেছিলেন BSF জওয়ান পূর্ণমকুমার সাউ। তখনই তাঁকে আটক করে পাক রেঞ্জার্স। যদিও স্ত্রীর প্রশ্ন, ১৭ বছর ধরে সীমান্ত সুরক্ষার কাজ করছেন পূর্ণম। তিনি কীভাবে ভুল করে পাকিস্তানে চলে গেলেন?
কোনও খোঁজখবর না পাওয়ায় গত সোমবার ৮ বছরের ছেলেকে নিয়ে স্বামীর কর্মস্থল পাঞ্জাবের পাঠানকোটের উদ্দেশে রওনা দিয়েছিলেন তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী। পাঞ্জাব থেকে হিমাচল প্রদেশে গিয়ে, একাধিক বিএসএফ আধিকারিকদের সঙ্গে কথা হয় বন্দি BSF জওয়ানের স্ত্রীর। আধিকারিকদের থেকে স্বামীর ফেরত আসার আশ্বাস মিলতেই বাড়িতে ফেরেন রজনী সাউ।




















