Kashmir News: জম্মু কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর সাফল্য, জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল সেনা
ABP Ananda Live: জম্মু কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর সাফল্য । পুঞ্চে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা । পুঞ্চ জেলার সুরানকোট মহকুমার হরি গ্রামে জঙ্গলের মধ্যে জঙ্গিদের ডেরার হদিশ । জঙ্গি ঘাঁটি থেকে উদ্ধার হয়েছে ৫টি IED, পাউডার জাতীয় বিস্ফোরক । জঙ্গি ঘাঁটিতে মিলেছে যোগাযোগের যন্ত্র ও অন্যান্য সরঞ্জামও । পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকেই উপত্যকাজুড়ে । চিরুনি তল্লাশি ভারতীয় সেনার । ভারতীয় সেনার সঙ্গে আছে জম্মুু কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। : পহেলগাঁও হামলার পর বাহিনীকে দেওয়া হয়েছে প্রত্যাঘাতের পূর্ণ স্বাধীনতা। তারপর থেকেই কাশ্মীরে বেড়েছে সেনা তৎপরতা। বিভিন্ন স্পর্শকাতর স্থানে বাড়ানো হচ্ছে বাহিনী। পহেলগাঁও হামলার পর থেকে প্রত্যাঘাতের আশঙ্কায় কাঁপছে পাকিস্তান। পহেলগাঁও হামালার ১৩ দিন পার। জঙ্গিদের খোঁজে উপত্যকা জুড়ে চিরুনি তল্লাশি। প্রতি ১ কিলোমিটার অন্তর মোতায়েন বাহিনী। পর্যটকশূন্য গুলমার্গ।


















