Kashmir News: পহেলগাঁও হামলার নেপথ্যে রয়েছে হামাসও? উঠছে প্রশ্ন
ABP Ananda Live: পহেলগাঁওয়ে জঙ্গি হানায় এনআইএ-র প্রাথমিক রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। আইএসআই-এর মদতে লস্কর-ই-তৈবার সদর দফতরে পহেলগাঁও হামলার ছক, এনআইএ সূত্রে খবর। পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা, আইএসআই ও পাকিস্তান সেনা ষড়যন্ত্র করে হামলা চালায়, এনআইএ সূত্রে খবর পাকিস্তানের নির্দেশেই হামলা, এনআইএ সূত্রে খবর। বেতাব ভ্যালিতে পহেলগাঁও হামলার অস্ত্র লুকিয়ে রেখেছিল জঙ্গিরা, এনআইএ সূত্রে খবর। কাশ্মীর থেকে NIA-র টিম এবার জম্মুতে । পহেলগাঁওয়ে গণহত্যার তদন্তের সূত্রে জম্মুতে NIA-র বিশেষ দল । জম্মুর জেলে বন্দি জঙ্গিদের ২ সহযোগীকে জিজ্ঞাসাবাদ NIA-র । নিসার আহমেদ ও মুস্তাক হুসেনের বিরুদ্ধে জঙ্গিদের ভারতে ঢুকতে সাহায্য করার অভিযোগ । নিসার-মুস্তাকের সাহায্যে ভারতে ঢুকে রাজৌরিতে হামলা চালায় জঙ্গিরা, খবর সূত্রের । ২০২৩-এর পয়লা জানুয়ারি রাজৌরিতে হামলা চালায় জঙ্গিরা, খবর সূত্রের । ওই হামলাতেও ধর্ম পরিচয় জিজ্ঞাসা করে হিন্দুদের গুলি করে মারা হয়, খবর সূত্রের । সেই হামলায় মৃত্যু হয় ৪ জনের, আহত হয় ৯ জন । পহেলগাঁওতে গণহত্যার ক্ষেত্রেও একই ছক জঙ্গিরা অনুসরণ করেছে, খবর সূত্রের । ২ হামলার মধ্যে কোনও যোগসূত্র নেই তো? উত্তর খুঁজছে NIA । মুস্তাক ও নিসারকে জিজ্ঞাসাবাদ করে জঙ্গিদের আরও কোনও ঠিকানা আছে কি না, তা জানতে চাইছে NIA


















