Kashmir : পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলা, বৈসরণ উপত্যকায় গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
ABP Ananda Live: ভূস্বর্গ ভয়ঙ্কর, ইতিমধ্যেই যেখানে পহেলগাওয়ে হিল স্টিশন থেকে ৫ কিমি দূরে গতকাল যে ভয়াবহ জঙ্গিহানার ঘটনা ঘটেছে সেই বৈসরণ উপত্যকায় গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পুলওয়ামার পর এত বড় জঙ্গিহানা ভারতে আর হয়নি। গতকাল মঙ্গলবার ২২ এপ্রিল পহেলগাঁওয়ের রিসর্টে হামলা ৪০ রাউন্ডের বেশি গুলি চালানোর অভিযোগ উঠেছে। ধর্মীয় পরিচয় দেখে দেখে পর্যটকদের উপর জঙ্গি হামলা করা হয়েছে বলে অভিযোগ। জঙ্গি হানায় ২৭জনের বেশি মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় তীব্র নিন্দা করেছেন দেশের ক্রিকেটমহলও।
স্ত্রী, সন্তানদের সঙ্গে নিয়ে কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন পুরুলিয়ার ঝালদার বাসিন্দা মণীশ রঞ্জন। পেশায় তিনি আইবি অফিসার। কর্মরত ছিলেন হায়দরাবাদে। অন্যান্য পর্যটকদের মতোই পহেলগাঁওয়ের কাছে বৈসারণ-মিনি সুইৎজারল্যান্ডে ঘুরতে গিয়েছিলেন এই গোয়েন্দা আধিকারিক। আর সেখানেই শেষ হয়ে গেল সব। ছুটিতে কাশ্মীর ঘুরতে যাওয়ার আনন্দ মুহূর্তে পরিণত হল হাহাকারে। জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছেন মণীশ। আর এই খবর ঝালদার বাড়িতে পৌঁছোতেই নেমেছে শোকের ছায়া। মর্মান্তিক খবর পেয়ে ছুটে এসেছে পাড়া-প্রতিবেশী বন্ধুরা। সকলেই বিধ্বস্ত পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। কিন্তু বাঁধ মানছে না কারও চোখের জল। মণীশের মৃত্যুতে ভেঙে পড়েছেন তাঁর বন্ধুরাও। কথা বলতে গিয়ে গলা বুঁজে আসছে কান্নায়। কখনও বা কণ্ঠস্বরে ঝরে পড়ছে ক্ষোভ, উষ্মা।


















