Kerala : কেরলে মস্তিষ্ক-খেকো অ্যামিবা বা PAM-এর দাপট ! বাড়ছে মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা
ABP Ananda LIVE : কেরলে মস্তিষ্ক-খেকো অ্যামিবা বা PAM-এর দাপট। বাড়ছে মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই রোগে মৃত্যুর আশঙ্কা ৯০ শতাংশ। কেরলে অ্যামিবা আক্রান্তের সংখ্যা বেড়ে ৭১ জন । অ্যামিবায় কেরলে মৃতের সংখ্যা বেড়ে ১৯ । কোঝিকোড় এবং মালাপ্পুরমে রোগের দাপট সবথেকে বেশি। গত বছর কলকাতাতেও মিলেছিল এই রোগে আক্রান্তর হদিশ। SSKM ও মল্লিকবাজার ইন্সটিটিউট অব নিউরো সায়েন্সেসে ভর্তি হয়েছিলেন মোট ৭ জন।
আরও পড়ুন...
‘আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের জন্ম দিয়েছি’, শমীকের মন্তব্যে বিতর্ক
‘আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের জন্ম দিয়েছি’, শমীকের মন্তব্যে বিতর্ক। বিজেপির রাজ্য সভাপতির মন্তব্যে তুঙ্গে তরজা। শমীক ভট্টাচার্য বলেন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের জন্ম দিয়েছি। পাল্টা, জবাব দিয়েছে তৃণমূল। বিজেপির রাজ্য সভাপতির মন্তব্যকে হাতিয়ার করে বিজেপি-তৃণমূল আঁতাঁতের অভিযোগ তুলেছে সিপিএম।


















