Antibody Cocktail: 'অ্যান্টিবডি ককটেল', ট্রাম্পের কোভিড চিকিৎসাপদ্ধতি এবার কলকাতার সরকারি হাসপাতালেও
অ্যান্টিবডি ককটেলের (Antibody Cocktail) পরীক্ষামূলক প্রয়োগের সিদ্ধান্ত স্বাস্থ্য দফতরের। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, রাজ্যের চারটি সরকারি হাসপাতালের তত্ত্বাবধানে হবে পরীক্ষামূলক প্রয়োগ। যার মধ্যে রয়েছে কলকাতা মেডিক্যাল কলেজ (Calcutta Medical College Hospital), বেলেঘাটা আইডি (Beleghata ID), এমআর বাঙুর (MR Bangur), শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল। করোনা হওয়ার ঝুঁকি আছে কিংবা মৃদু উপসর্গে এটির প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ফলাফল ইতিবাচক হলেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই এই কাজ শুরু হয়েছে। এই ওষুধ দেওয়া হয়েছিল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ইতিমধ্যেই কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানে এর প্রয়োগ শুরু হয়েছে। সরকার পরীক্ষামূলক প্রয়োগের ফল নথিভুক্ত করতে চাইছে। পরবর্তীকালে করোনা চিকিৎসার প্রোটোকলে অন্তর্ভুক্ত করার ভাবনা রয়েছে বলে সূত্রের খবর।
এদিকে, রাজ্য-রাজ্যপালের সংঘাতের মহাভারত। একইদিনে তিন তিনটি অভিযোগে রাজ্যপালকে (Governor) বিঁধল রাজ্যের শাসকদল। তালিকায় সর্বশেষ সংযোজন পঞ্জাবে (Punjab) বেআইনি জমি বণ্টনের অভিযোগ। দুদিন আগে রাজ্যপালকে (Jagdeep Dhankhar) কটাক্ষ করে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) ট্যুইট করে অভিযোগ করেন, “সততার মূর্ত প্রতীক পশ্চিমবঙ্গের রাজ্যপাল বেআইনিভাবে জমি বণ্টনে লাভবান হয়েছিলেন। যা পরবর্তীকালে বাতিল করে দেয় পঞ্জাব-হরিয়ানা হাইকোর্টের ফুল বেঞ্চ। কাকাবাবু, এটাও বুঝি সাংবিধানিক বিষয় ছিল?” এই ইস্যুতে শুরু হয়েছে ট্যুইট-যুদ্ধ। সুর চড়িয়ে কটাক্ষের সুরে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় (Tathagata Roy) লিখেছেন, “বিদেশি ব্যাঙ্কে বাহকের কাজ করা মহিলা রাজ্যপাল ধনকড়ের বিরুদ্ধে পঞ্জাবে জমি দুর্নীতি আবিস্কার করেছেন। তাহলে আমরা কি আশা করতে পারি, সারদাকর্তা সুদীপ্ত সেনকে মহাজাগতিক দামে, জঞ্জাল ছবি বিক্রি করা নিয়ে ওই মহিলা কিছু আলোকপাত করবেন?” যথারীতি এই ইস্যুকে কেন্দ্র করেও শুরু হয়েছে তীব্র সংঘাত।