BJP KMC Protest Rally: বিজেপির অভিযান ঘিরে পুলিশি তৎপরতা, সুবোধ মল্লিক স্কোয়ারে শুরু ব্যারিকেড তৈরি
ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে (Fake Vaccination) বিজেপির (BJP) পুরসভা অভিযান ঘিরে পুলিশি তৎপরতা চূড়ান্ত পর্যায়ে। সূত্রের খবর, প্রথমে সুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েত করার কথা বিজেপির নেতা কর্মীদের। সেখান থেকে মিছিল করে যাওয়ার কথা কলকাতা পুরসভার (KMC) দিকে। তাই দুই জায়গাতেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। সুবোধ মল্লিক স্কোয়ারে দায়িত্বে থাকবেন একজন যুগ্ম-কমিশনার, দু’জন অতিরিক্ত কমিশনার, তিনজন ডেপুটি কমিশনার। পাশাপাশি তৈরি রাখা হবে ক্যুইক রেসপন্স টিম, HRFS ও জল কামান। সুবোধ মল্লিক স্কোয়ারে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যারিকেড তৈরির কাজ। গার্ডরেল বেঁধে ব্যারিকেড তৈরি করা হচ্ছে। কলকাতা পুরসভার আশেপাশের সমস্ত রাস্তায় যানচলাচল বন্ধ করা হয়েছে। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। মিছিল শুরু হওয়ার স্থান থেকেই মিছিল আটকানোর চেষ্টা করবে পুলিশ। সুবোধ মলিক স্কোয়ারে বেশ কয়েকটি ব্যারিকেড তৈরি করা হচ্ছে। জানা যাচ্ছে, এই বিক্ষোভ অভিযানে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), দিলীপ ঘোষ (Dilip Ghosh), সায়ন্তন বসু-সহ অনেক নেতানেত্রীরা থাকবেন। বিধানসভা নির্বাচনের পর এটিই প্রধান বিরোধী দল হিসাবে বিজেপির প্রথম অভিযান।