Debanjan Deb Update: ভুয়ো IAS-এর বাড়িতে কেন BSF-এর উর্দি? উত্তর খুঁজছে পুলিশ
বিএসএফের (BSF) পরিচয়েও কী প্রতারণার ছক ছিল দেবাঞ্জনের (Debanjan Deb)? দেবাঞ্জনের বাড়ি থেকে উদ্ধার বিএসএফের উর্দি, হাইকোর্টে (Calcutta High Court) পেশ করা হলফনামায় জানাল রাজ্য। বিএসএফ তরফে দেওয়া হয়েছে বলে কর্মীদের জানায় দেবাঞ্জন। ২৭ জুন দেবাঞ্জনের বাড়িতে তল্লাশিতে বিএসএফের উর্দি উদ্ধার। কী উদ্দেশ্যে বিএসএফের উর্দি দেখিয়েছিল দেবাঞ্জন? ব্যাজ দেওয়া বিএসএফের উর্দি কী কোনও অফিসারের? দেবাঞ্জনের প্রতারণার রহস্যভেদের খোঁজে তদন্তকারীরা। তদন্তকারীরা দাবি করছেন, এই উর্দিটি কোনও পদস্থ আধিকারিকের। এবার প্রশ্ন উঠছে, এই উর্দিটি প্রতারক দেবাঞ্জন দেবের কাছে এল কী করে? এই ঘটনার পর দেশের নিরাপত্তার প্রসঙ্গ জড়িয়ে গেল এই ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে। এদিকে ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে (Fake Vaccination Camp) দেবাঞ্জন দেবের আরও এক সহযোগী গ্রেফতার। ধৃতের নাম ইন্দ্রজিত্ সাউ। ট্যাংরার বাসিন্দা ওই ব্যক্তি দেবাঞ্জনের সংস্থায় কাজ করতেন। পুলিশের দাবি, সিটি কলেজে (City College) ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্পের আয়োজক ছিলেন ইন্দ্রজিত্। তিনিই দেবাঞ্জনকে সিটি কলেজের ক্যাম্পে নিয়ে যান। গতকাল সেন্ট্রাল মেট্রো স্টেশনের (Central Metro Station) কাছে বি বি গাঙ্গুলি স্ট্রিট থেকে দেবাঞ্জনের ওই সহযোগীকে গ্রেফতার করে আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ। আর কোথায় দেবাঞ্জন ভুয়ো ক্যাম্পের আয়োজন করেছিলেন, ইন্দ্রজিৎকে জেরা করে তা জানার চেষ্টা চলছে।