East Bengal Fans Agnation: বিনিয়োগকারী-ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ বিরোধ, সমর্থকদের বিক্ষোভে রণক্ষেত্র ক্লাব
ইস্টবেঙ্গল, মোহনবাগানের সমর্থকদের লড়াইয়ের সাক্ষী থেকেছে ময়দান। এবার ইস্টবেঙ্গল সমর্থকদের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল ময়দান এলাকায় ক্লাব চত্বর। লাল, হলুদ দু'পক্ষের সমর্থকদের ব্য়াপক মারামারি। থামাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিক্ষোভকারীদের। বিক্ষুদ্ধদের ছত্রভঙ্গ করতে লাঠি চালায় পুলিশ। নামাতে হয় ঘোড়সওয়ার পুলিশ। বিনিয়োগকারীদের সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষের চুক্তি নিয়ে বেশ কিছুদিন ধরেই টানাপোড়েন চলছে। সূত্রের খবর, ক্লাব কর্তারা ইনভেস্টরদের টার্ম পেপারে সই করতে অনিচ্ছুক। ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে সহমত ইস্টবেঙ্গল সমর্থকদের একাংশ। আর এক পক্ষ আবার টার্ম পেপারে সইয়ের পক্ষে। তাঁদের দাবি, সই না করলে আইএসএল (ISL)-এ অনিশ্চিত হয়ে যাবে ক্লাবের ভবিষ্যৎ। বুধবার দুপুর আড়াইটে নাগাদ ক্লাবের অদূরে পৃথকভাবে জমায়েত শুরু করেন দুই পক্ষ। প্ল্যাকার্ড, পোস্টার হাতে স্লোগান দিতে থাকেন ফ্যান ক্লাবের মেম্বাররা। করোনা পরিস্থিতিতে জমায়েত করে বিক্ষোভ তুলে নিতে বলে পুলিশ। দফায় দফায় বোঝানোর চেষ্টা করা হয় বিক্ষোভকারীদের।