Fake CBI Officer Update: উদ্ধার পদ্মফুল লোগো দেওয়া পরিচয়পত্র, সনাতন রায়চৌধুরীর BJP-যোগ?
ভুয়ো সরকারি আধিকারিক পরিচয়ে ধৃত আইনজীবীর বিজেপি-যোগ? পুলিশ সূত্রে খবর, ধৃত সনাতন রায়চৌধুরীর কাছ থেকে উদ্ধার হয়েছে বিজেপির (BJP) প্রাথমিক সদস্য পদের আবেদন পত্রের রসিদ। তাতে লেখা, ১০ অগাস্ট ২০১৪-য় সনাতন বিজেপির সদস্য হন। এছাড়াও, মিলেছে পদ্মফুল লোগো দেওয়া একটি পরিচয়পত্র। সেখানে লেখা, দিল্লির অশোক রোড থেকে এই পরিচয়পত্র ইস্যু করা হয়েছে। এই বিষয়ে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, “যে কেউ দলকে চাঁদা দিতে পারেন। আমরা এই কাজ সমর্থন করি না।”
পুলিশের দাবি, নিজেকে রাজ্য সরকারের স্ট্যান্ডিং কাউন্সিল এবং সিবিআইয়ের বিশেষ কৌঁসুলি বলে দাবি করতেন ওই ব্যক্তি। গতকাল সিঁথি এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে গড়িয়াহাট থানার পুলিশ। অভিযুক্তর নাম সনাতন রায়চৌধুরী। বাজেয়াপ্ত করা হয়েছে নীল বাতি লাগানো গাড়ি। পুলিশের দাবি, গাড়ির সামনে লাগানো সিবিআই লেখা স্টিকার।
পুলিশ সূত্রে খবর, বরানগরের বাসিন্দা সনাতন রায়চৌধুরী কলকাতা হাইকোর্টের আইনজীবী। পুলিশের দাবি, রাজ্য সরকারের স্ট্যান্ডিং কাউন্সিল বলে ভুয়ো পরিচয়ে গড়িয়াহাট থানা এলাকায় জমি-বাড়ি সংক্রান্ত প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ ওঠে ওই আইনজীবীর বিরুদ্ধে।
সোশাল মিডিয়ায় নিজেকে সিবিআইয়ের বিশেষ কৌঁসুলি বলেও তিনি পরিচয় দিতেন বলে জানা গিয়েছে। অভিযোগ, হাইকোর্টে রাজ্য সরকারের স্ট্যান্ডিং কাউন্সিল ও সিবিআইয়ের কৌঁসুলি পরিচয়ে প্রভাব খাটিয়ে গড়িয়াহাট থানা এলাকায় ১০ কোটি টাকার সম্পত্তি আত্মসাতের চেষ্টা করেন ওই আইনজীবী।