Fake IAS Arrested: 'আমায় কোনও দিন বলেনি যে ও আইএএস অফিসার হয়ে গিয়েছে', প্রতিক্রিয়া ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প কাণ্ডে ধৃতের বাবার
কসবায় ভুয়ো নথি দিয়ে ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প। "বাগরি মার্কেট থেকে কোভিশিল্ড কিনেছিলাম।" জেরায় এমনই স্বীকার অভিযুক্তের। দাবি পুলিশ সূত্রের। ক্যাম্পে যে কোভিশিল্ড দেওয়া হয়েছে তাও কি ভুয়ো? কোভিশিল্ড বলে ভুয়ো ক্যাম্পে যা দেওয়া হয়েছে তা কী? ক্যাম্পে দেওয়া কোভিশিল্ডের নমুনা পাঠানো হচ্ছে ল্যাবে। পুরসভার যুগ্ম কমিশনার পরিচয় দিয়ে ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প করা হয়। গতকাল কসবার এই ক্যাম্পে গিয়েই টিকা নেন অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী। কসবার ভুয়ো ক্যাম্প থেকে করোনার টিকা নেন শতাধিক। আসলে কী টিকা দেওয়া হয়েছিল প্রশ্ন ভ্য়াকসিন গ্রাহকদের। ভ্যাকসিন নেওয়ার পরেও এসএমএস (SMS) না আসায় সন্দেহ হয় তাদের। পুরসভার অনুমোদন ছিল না। কড়া পদক্ষেপের আশ্বাস ফিরহাদ হাকিমের (Firhad Hakim)।
আজ এই নিয়ে ভুয়ো আইএএস অফিসার দেবাঞ্জন দেবের বাবা বলেন, "আমায় কোনও দিন বলেনি যে ও আইএএস অফিসার হয়ে গিয়েছে।" সরকারি আইনজীবী বলেন, "এই চক্রের পিছনে কারা কারা আছে সেই বিষয় জানতে হবে।"