Fake Vaccination Camp: কসবায় ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্পে ভ্যাকসিন নিয়েছেন দেড় হাজার মানুষ, উদ্বেগে সাংসদও
কসবায় ভুয়ো নথি দিয়ে ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প। কসবা থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে ১০ থেকে ১২ দিন চলল এই ক্যাম্প। ঘটনায় গ্রেফতার এক যুবক। "বাগরি মার্কেট থেকে কোভিশিল্ড কিনেছিলাম।" জেরায় এমনই স্বীকার অভিযুক্তের। ক্যাম্পে যে কোভিশিল্ড দেওয়া হয়েছে তাও কি ভুয়ো? কোভিশিল্ড বলে ভুয়ো ক্যাম্পে যা দেওয়া হয়েছে তাও কী ভুয়ো? ক্যাম্পে দেওয়া কোভিশিল্ডের নমুনা পাঠানো হচ্ছে ল্যাবে। পুরসভার যুগ্ম কমিশনার পরিচয় দিয়ে ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প করা হয়। গতকাল কসবার এই ক্যাম্পে গিয়েই টিকা নেন অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) । কসবার ভুয়ো ক্যাম্প থেকে করোনার টিকা নিয়েছেন প্রায় দেড় হাজার মানুষ। আসলে কী টিকা দেওয়া হয়েছিল প্রশ্ন ভ্য়াকসিন গ্রাহকদের। ভ্যাকসিন নেওয়ার পরেও এসএমএস (SMS) না আসায় সন্দেহ হয় তাদের। জেনেটিক্স নিয়ে পড়াশোনা করা মেধাবী ছাত্র থেকে ভ্যাকসিন প্রতারণায় অভিযুক্ত, কেন্দ্রের আমলার পরিচয় নিয়ে নিরাপত্তার জন্য আবেদন। পুরসভার যুগ্ম কমিশনারের পরিচয় দিয়ে সরকারি লোগো লাগানো গাড়ি নিয়ে ঘোরাফেরা। পুলিশ সূত্রে খবর, শুধু কসবা নয় আরও অন্য জায়গায় ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প করেছিল দেবাঞ্জন দেব (Debanjan Dev)।