Fake Vaccination Scam: ভুয়ো ভ্যাকসিনেশনকাণ্ডে বিজেপির পুরসভা অভিযানে 'না' সত্ত্বেও কর্মসূচি পালনের ইঙ্গিত, চড়ছে রাজনৈতিক পারদ
ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে (Fake Vaccination) বিজেপির পুরসভা অভিযানে অনুমতি দিল না পুলিশ। কাল বিজেপির (BJP) পুরসভা অভিযানের কর্মসূচি রয়েছে। জোর করে কর্মসূচি পালন করলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি। বিপর্যয় মোকাবিলা আইনে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি পুলিশের। বিজেপিকে চিঠি দিয়ে জানিয়ে দিল কলকাতা পুলিশ (Kolkata Police)।
এদিকে, দুপুর ১টা থেকে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে কলকাতা পুরসভার উদ্দেশ্যে অভিযান করবে বলে বিজেপি জানিয়ে দিয়েছে। উপস্থিত থাকবেন রাজ্য নেতৃত্ব। পুলিশ অনুমতি না দেওয়া সত্ত্বেও দিলীপ ঘোষ (Dilip Ghosh) জানিয়ে দিয়েছেন, বিজেপি এই কর্মসূচি পালন করবে। পুরো বিষয়টি নিয়ে চড়ছে রাজনৈতিক পারদ। অন্যদিকে, কলকাতা পুর প্রশাসক মণ্ডলীর সদস্য অতীন ঘোষ (Atin Ghosh) চারটি দাবি করেছেন। তাঁর দাবি, প্রথমত দুর্নীতি হয়নি। দ্বিতীয়ত প্রতারকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে কলকাতা পুরসভা। পুলিশ ব্যবস্থা নিয়েছে। তৃতীয়ত এরমক অনেক দুর্নীতিতে জড়িত ব্যক্তি রয়েছেন, যাঁরা বর্তমানে বিদেশে আছেন, তাঁদের সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ছবি আছে। চতুর্থত অতীন ঘোষ মনে করেন, এই পরিস্থিতিতে যদি কেউ এই কর্মসূচি পালন করে তাহলে পুলিশের কড়া ব্যবস্থা নেওয়া উচিত।