Call Centre Fraud: কম সুদে ঋণের টোপ! কল সেন্টারের আড়ালে প্রতারণার পর্দাফাঁস
ফের কলকাতায় (Kolkata) কল সেন্টারের (Call Centre) আড়ালে প্রতারণার পর্দাফাঁস। সিআইডি-র (CID) জালে চক্রের পাণ্ডা-সহ ১২ জন। শহরে কল সেন্টারের নামে প্রতারণার কারবার চালানোর অভিযোগ পেয়ে তদন্তে নামে সিআইডি। রাজারহাটের (Rajarhat) একটি বহুতলে অভিযান চালায়। সিআইডির দাবি, নামী সংস্থা থেকে কম সুদে ঋণ পাইয়ে দেওয়ার নামে গ্রাহকদের ফোন করে টোপ দেওয়া হত। এভাবে বেশ কয়েকজনকে প্রতারণা করা হয় বলে অভিযোগ। তদন্তে নেমে চক্রের চার পাণ্ডা-সহ ১২ জনকে গ্রেফতার করে সিআইডি। বাজেয়াপ্ত করা হয়েছে ৪০টি মোবাইল ফোন ও বেশ কিছু নথি।
এদিকে, জ্বালানির মূল্যবৃদ্ধি অব্যাহত। কলকাতায় পেট্রোলের (Petrol) দাম ১০১ টাকা পার। ডিজেলের (Diesel) দাম ৯৩ টাকা ছুঁইছুঁই। লিটার প্রতি ৩৯ পয়সা বেড়ে আজ কলকাতায় পেট্রোলের দাম ১০১ টাকা ১ পয়সা। বেড়েছে ডিজেলের দামও। লিটার প্রতি ৩২ পয়সা বেড়ে কলকাতায় ডিজেলের নতুন দাম ৯২ টাকা ৯৭ পয়সা। এর আগেই অবশ্য রাজ্যের বেশ কয়েকটি জেলায় পেট্রোলের দাম ১০০ ছুঁয়েছে। জ্বালানির দামবৃদ্ধিতে পণ্য পরিবহণের খরচ বেড়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই তার প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। জিনিসপত্রের আগুন দামে মাথায় হাত মধ্যবিত্তের।