![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
(Source: ECI/ABP News/ABP Majha)
Kolkata Municipal Corporation Election: কলকাতা পুরভোটে দাম্পত্যের জুটি, স্ত্রী মণীষা বসুর হয়ে প্রচারে দেবাশিস কুমার | Bangla News
এ যেন ভোটের ময়দানে মিক্সড ডাবলস্ জুটি! ভোটে লড়ছেন স্ত্রী আর তাঁকে জেতাতে নির্বাচনী ময়দানে হাজির স্বামীও! ১৯ ডিসেম্বর কলকাতায় পুরভোট। তার আগে শেষ রবিবার এই দৃশ্য দেখা গেল শহরের ৮৭ নম্বর ওয়ার্ডে।
এই ওয়ার্ডে তৃণমূল এবার প্রার্থী করেছে মনীষা বসুকে। সপ্তাহ শেষে ছুটির দিনে কম সময়ে অনেকের কাছে পৌঁছতে হুডখোলা জিপে সওয়ার প্রার্থী। পাশে তাঁর হয়ে প্রচারে রাসবিহারীর বিধায়ক এবং ৮৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার। জিপের সামনে চালকের পাশের আসনে যিনি বসে রয়েছেন, তার নাম দেবাশিস বসু। তিনি হলেন ৮৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মনীষা বসুর স্বামী।
দেবাশিস ৮৭ নম্বর ওয়ার্ড তৃণমূলের সভাপতি। চালকের পাশের আসনে বসলেও স্ত্রীর প্রচারে তিনিই যেন সারথি! বেটার হাফের হয়ে লাগাতার মাইকে প্রচার করলেন। এভাবেই বঙ্গের ভোটরঙ্গে উঠে এল দাম্পত্যের যুগলবন্দি।
মহানগরকে সুন্দর ও পরিচ্ছন্ন করে তোলা এবং পুরবাসীদের আরও ভাল পরিষেবা দেওয়ার লক্ষ্যে তৃণমূল কংগ্রেস যে সব মহিলা প্রার্থীর ওপর আস্থা রেখেছে, তাঁদের মধ্যে অন্যতম হলেন মনীষা বসু। সকালে রাজা বসন্ত রায় রোড থেকে শুরু হয় প্রচার। মানুষের আশীর্বাদ নিতে পাড়ায় পাড়ায় পৌঁছে যায় তৃণমূল প্রার্থীর গাড়ি।
![Maharashtra Election 2024: শিন্দে না ফড়নবীশ? মহারাষ্ট্রের মসনদে কে? ৩০ নভেম্বর সরকার গঠন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/25/68eb0dc9cabeccd584eed287647f3d941732502739118535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Medical Exam:ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই শুরু বিশ্ববিদ্যালয়ের স্তরে ডাক্তারি স্নাতকোত্তরের পরীক্ষা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/25/55e4769205a629b1f68e5186b875d44d1732502769519968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![TMC News: এবার শাসক দলের নেতার বিরোধীদের দাঁত ভেঙে দেওয়ার হুঁশিয়ারি!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/25/28858a2eee456d11d40d0a495d59e1011732502204772535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Bijoygarh Fire News: বিজয়গড়ে বাড়িতে আগুন। বাড়িতে প্রচুর দাহ্য পদার্থ মজুত ছিল বলে খবর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/25/42eec6a6a70e9c9236e99b8e620644611732502086824968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Khidirpur:নৌ বাহিনী দিবসের প্রাক্কালে খিদিরপুর বন্দরে এল ভারতীয় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ 'INS সাবিত্রী'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/25/f5a74162c05e8f081ebf8e6fdbdda7331732501592586968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
সেরা শিরোনাম
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)