Letter to Alapan Bandyopadhyay: 'কেন্দ্রীয় সরকার নিষ্ঠুর ও অমানবিক', আলাপনকে কেন্দ্রের চিঠি প্রসঙ্গে প্রতিক্রিয়া সৌগত রায়ের
আলাপন বন্দ্য়োপাধ্যায়কে (Alapan Bandyopadhyay) চিঠি দিল কেন্দ্র। আলাপনকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় কর্মিবর্গ মন্ত্রকের। আলাপন বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেজর পেনাল্টি প্রসেডিংয়ের সিদ্ধান্ত নেওয়া হবে। ৩০ দিনের মধ্যে আলাপনের জবাব তলব করেছে কেন্দ্র। চাইলে সামনাসামি উত্তর দিতে পারেন। যদি উত্তর না দেন, তাহলে আলাপনকে না জানিয়েই যে কোনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
এই নিয়ে তৃণমূল (TMC) নেতা সৌগত রায় (Saugata Roy) বলেন, "কেন্দ্রীয় সরকার কী পরিমাণ নিষ্ঠুর ও অমানবিক তা এই সিদ্ধান্তে স্পষ্ট হচ্ছে। আলাপনের সদ্য মাতৃবিয়োগ হয়েছে। কিছু দিন আগে ওঁর ভাই মারা গিয়েছেন। এই সময় কড়া চিঠি দেওয়া হল। আলাপন বন্দ্য়োপাধ্যায় দিল্লিতে না গিয়ে সরাসরি অবসর নিয়ে নিয়েছেন। পেনশন বা গ্র্যাচুরিটি নিয়ে টানাটানি করতে পারে। এইরকম মনোভাব দেখানোর অর্থ ভয় দেখানো। বাংলার মানুষ একজন সৎ, ভাল অফিসারের এই অপমান সহ্য করবে না। এর যোগ্য জবাব কেন্দ্রীয় সরকার পাবে।"