PSC Agitation: 'মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বোকা বানানো হয়েছে', চাকরির দাবিতে সরব বিক্ষোভরত প্রার্থীরা ।Bangla News
মুদিয়ালিতে পিএসসি অফিসের সামনে খাদ্য দফতরের ফুড সাব ইন্সপেক্টর পদের চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়াল। চাকরিপ্রার্থীদের দাবি, এর আগে আইনি জটিলতার কারণে নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে গিয়েছিল। তারপর জটিলতা কাটলেও নিয়োগ হয়নি বলে দাবি চাকরিপ্রার্থীদের। অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরুর দাবিতে আজ সকালে পিএসসি অফিসের সামনে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা। প্রচণ্ড গরমে বিক্ষোভ চলাকালীন অসুস্থ হয়ে পড়েন কয়েকজন চাকরিপ্রার্থী। ঘটনাস্থলে থাকা পুলিশ আধিকারীকরা বারবার বিক্ষোফকারীদের অনুরোধ করছেন যাতে তারা এই বিক্ষোভ তুলে নেন। তাদের যে দাবিগুলি রয়েছে, তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সেটা পৌঁছে দেবেন, এমনও বলেন পুলিশ আধিকারিকরা। কিন্তু বিক্ষোভকারীদের দাবি, কোনও প্রতিশ্রুতি নয়। আজ তারা এখান থেকে সুরাহা নিয়ে যাবেন। এক বিক্ষোভকারী বলেন, অনেকবার আমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বারংবার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আমাদের বোকা বানানো হয়েছে। অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরু করার দাবি জানাচ্ছেন তারা। এক বিক্ষোভকারী বলেন, অনেকবার আমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বারবার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আমাদের বোকা বানানো হয়েছে। অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরু করার দাবি জানাচ্ছেন তারা।
![Suvendu Adhikari: 'মুসলিম লিগকেও হার মানাবে', সাসপেন্ড হতেই তৃণমূলকে আক্রমণ শুভেন্দুর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/018e9fd186bc341af5bddeb3f604d4761739780112334967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)