(Source: ECI/ABP News/ABP Majha)
Strand Road Fire: মৃত ৯ জনের মধ্যে ৩ জনের দেহ এখনও দেওয়া যায়নি পরিবারের হাতে, কেন?
স্ট্র্যান্ড রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু হয়েছে। তাঁদের দেহের ময়নাতদন্ত করা হয়েছে। এর মধ্যে ৬ জনের দেহ তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। কিন্তু বাকি ৩ জনের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া সম্ভব হয়নি। তাঁদের মধ্যে রেলের আধিকারিকের নিরাপত্তাকর্মী সঞ্জয় সাহানি ও পুলিশ আধিকারিক অমিত ভাওয়ালের দেহ রয়েছে। এঁদের পরিবারের লোক ও বন্ধুবান্ধব এসেছেন। তবে অন্য একজনের দেহ দেখে পরিবার নিশ্চিত করে কিছু বলতে পারেননি।
মৃতের তালিকায় নাম রয়েছে রেলের সিনিয়র টেকনিশিয়ান সুদীপ দাসের। হাওড়ার বাসিন্দা এই রেল কর্মী নিউ কয়লাঘাট বিল্ডিংয়ের ১৩ তলাতেই কাজ করতেন। অগ্নিকাণ্ডের পর দীর্ঘক্ষণ পার্কিং জোনে তাঁর মোটরবাইক দাঁড় করানো থাকায় বিপদ আঁচ করেন সহকর্মীরা। পরে রেলের তরফে তাঁর মৃত্যু নিশ্চিত করা হয়।
অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে হেয়ার স্ট্রিট থানার এএসআই অমিত ভাওয়ালের। বাগুইআটির দেশবন্ধুনগরের বাসিন্দা ওই পুলিশ অফিসারের স্ত্রী সকাল পর্যন্ত জানতেন না স্বামীর মৃত্যুর খবর।