Suvendu Adhikari: '৪০০ সিট নিয়ে মোদিজি প্রধানমন্ত্রী হবে', দাবি শুভেন্দুর | ABP Ananda LIVE
BJP সমর্থক 'খুনে' অগ্নিগর্ভ নন্দীগ্রাম। আহতদের দেখতে হাসপাতালে গেলেন শুভেন্দু অধিকারী (BJP Leader Suvendu Adhikari)। আক্রান্তদের সঙ্গে দেখা করেন রাজ্যের বিরোধী দলনেতা। এরপর বিজেপি নেতার মা রথীবালা আড়িকে 'পিটিয়ে ও কুপিয়ে খুনের' অভিযোগে নন্দীগ্রাম থানায় পৌঁছন তিনি। ন্দীগ্রাম থানায় ঢুকে পুলিশকে ধমক শুভেন্দুর। 'IC-কে মজা দেখাচ্ছি', হুঁশিয়ারি বিরোধী দলনেতার।খুনির সঙ্গে আইসি বৈঠক করেছেন বলে অভিযোগ। এদিন থানায় ঢুকে শুভেন্দু বলেন, আমাদের মাকে খুন করেছে। রথীবালা আড়ি আমার মা।' এরপর কর্তব্যরত পুলিশকর্মী বিরোধী দলনেতাকে বসতে বললে গর্জে ওঠেন শুভেন্দু। বলেন, 'না বসব না। আপনি এই মাত্র খুনীদের সঙ্গে বৈঠক করেছেন। যে খুন করেছে সে কিছুক্ষণ আগে এসে আইসি-র সঙ্গে মিটিং করেছে। ' যদিও ওই পুলিশ কর্মী চুপ থাকেননি। বলতে শোনা যায়, ওনারা সম্মানীয় জন প্রতিনীধি।' তবে নিজের কথাতেই অনড় থাকতে দেখা যায় শুভেন্দুকে। কেন ওই পুলিশকর্মী মিটিং করেছেন তাঁদের সঙ্গে , প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা। শুভেন্দুর সংযোজন, তপশীলি জাতি (SC) উপভুক্ত পরিবারকে বাবাসাহেব আম্বেদকর নিরাপত্তা দিয়েছিলেন। SC দের খুন করছে তৃণমূলের গুন্ডারা। মেরে ফেলল। হাসপাতালে ৭ জন। পুলিশ আপনাদের এখানে রেখেছে? আপনারা MHA থেকে এসেছেন। পিটিয়ে তাড়িয়ে দিন এদের। সংবিধানের শাসন ভেঙে পড়েছে। পুলিশ আর টিএমসি এক। এরা সব টিএমসির ক্যাডার।