Mamata: 'মরার জন্য তৈরি, কিন্তু বাংলা ভাষার অসম্মান মানব না', ২১-র মঞ্চ থেকে ফের সুর চড়ালেন মমতা
ABP Ananda LIVE: মরার জন্য তৈরি। কিন্তু বাংলা ভাষার অসম্মান মানব না। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ফের একবার সুর চড়ালেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় বললেন, ২০২৬-এর পর জয় বাংলা বলাব। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের আক্রমণের পাল্টা জবাব দিয়েছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন, একটাও বাংলাদেশিকে আঁচলের তলায় লুকিয়ে রাখতে দেব না।
মোদির মুখে 'জয় মা কালী, জয় মা দুর্গা' ধ্বনি, ২১-এর মঞ্চ থেকে কটাক্ষ মমতার
ভিনরাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগের পাশাপাশি নরেন্দ্র মোদির মুখে 'জয় মা কালী, জয় মা দুর্গা' ধ্বনি নিয়েও ২১ জুলাইয়ের মঞ্চ থেকে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটমুখী বঙ্গে কি শুরু হল, বাঙালি হিনদুত্ব বনাম বাঙালি অস্মিতার লড়াই? শমীক ভট্টাচার্যর সম্বর্ধনার মঞ্চের পর, নরেন্দ্র মোদির সভা বিজেপির কর্মসূচিতে শোনা গেছিল মা কালী এবং মা দুর্গার নামে জয়ধ্বনি। আর, এনিয়েই এদিন একুশের মঞ্চ থেকে বিজেপিকে কটাক্ষে বিদ্ধ করতে ছাড়লেন না মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির কর্মসূচি মানেই 'জয় শ্রীরাম' স্লোগান। সেখানে বদলটা প্রথম চোখে পড়ে তেসরা জুলাই,বিজেপির নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যর সম্বর্ধনা অনুষ্ঠানে। সেখানে LED স্ক্রিনে ছিল ফুল-মালায় সজ্জিত কালীঘাটের মা কালীর ছবি। তাৎপর্যপূর্ণভাবে গত শুক্রবার, প্রধানমন্ত্রীর সভার আমন্ত্রণপত্রেও লেখা ছিল, ভারত মাতার জয়, জয় মা দুর্গা, জয় মা কালী। নরেন্দ্র মোদির সভার আগে, বিজেপির নবনিযুক্ত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য দুর্গাপুরের ভিরিঙ্গি মন্দিরে গিয়ে নিয়েছিলেন মা কালীর আশীর্বাদ। আর, সেদিনই নরেন্দ্র মোদির মুখে শোনা গেছিল 'জয় মা কালী, জয় মা দুর্গা' ধ্বনি! এ নিয়েই এদিন শহিদ দিবসের মঞ্চ থেকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

















