Morning Headlines: BSF-এক্তিয়ার বিতর্কে সুপ্রিম কোর্টের দ্বারস্থ পঞ্জাবের কংগ্রেস সরকার | Bangla News
বিএসএফের (BSF) এক্তিয়ার বিতর্কে এবার সুপ্রিম কোর্টে (Supreme Court) পঞ্জাবের কংগ্রেস (Congress) সরকার। কেন্দ্রের এক তরফা সিদ্ধান্তের অভিযোগ। পাশে দাঁড়াল তৃণমূল (TMC)।
বিএসএফ বিতর্কে আরও সংঘাত। এবার মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবকে রাজ্যপালের (Jagdeep Dhankhar) তলব। রাজ্য পুলিশের সঙ্গে সমন্বয়ে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ।
ভোটের সাতদিন আগে 'দশ দিগন্ত কলকাতার' প্রতিশ্রুতি দিয়ে তৃণমূলের ইস্তেহার। সময় বেঁধে কাজের প্রতিশ্রুতি। ১০ বছরের শ্বেতপত্র প্রকাশের দাবি শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)।
নিজেদের কিছু নেই তাই বাংলা থেকে ধার করতে হচ্ছে, ত্রিপুরার বিজ্ঞাপন-বিতর্কে কটাক্ষ তৃণমূলের। এজেন্সির ঘাড়ে দায় ঠেলল বিজেপি (BJP)।
নজরে গোয়া (Goa)। ভোটে জিতলে মহিলাদের জন্য গৃহলক্ষ্মী প্রকল্পের ঘোষণা তৃণমূলের। বাংলায় পাঁচশো টাকা দিতে পারছে না, পাঁচ হাজার কীভাবে দেবে? পাল্টা সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।
মঙ্গলবার থেকে সিঙ্গুরে (Singur) কিষাণ মোর্চার অবস্থানের ডাক শুভেন্দু অধিকারীর। কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে রাজ্যপালের কাছে দরবার।
ওমিক্রন (Omicron)-সন্দেহে এবার আইডিতে ভর্তি বাংলাদেশ ফেরত বারাসাতের বাসিন্দা। দিল্লিতে আরেক সংক্রমিতের হদিশ। মুম্বইয়ে (Mumbai) ২দিনের ১৪৪ ধারা জারি।
কপ্টার দুর্ঘটনার ৪ দিন পার। অপেক্ষায় দার্জিলিংয়ের তাকদা। আজ ফিরবে জেনারেল রাওয়াতের (Gen Bipin Rawat) নিরাপত্তারক্ষী সতপাল রাইয়ের কফিনবন্দি দেহ।
২৩ বছর পরে আলিপুরদুয়ারে (Alipurduar) বক্সার জঙ্গলে বাঘের হদিশ। গভীর রাতে ধরা পড়ল বন দফতরের ক্যামেরা ট্রাপে। রয়্যাল বেঙ্গল বলে অনুমান।
দুদিন আগে চার হাত এক। এবার গায়ে হলুদ, মেহেন্দির ছবি প্রকাশ্যে আনলেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif), ভিকি কৌশল (Vicky Kaushal)। ফুলের মালায় নববধূ। মুম্বইয়ে ফিরে রিসেপশন।