Morning Headlines July 28: 'ভোটের পর দেখা করতে এসেছি' প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বললেন মুখ্যমন্ত্রী
সংঘাতের আবহে প্রধানমন্ত্রীর (Narendra Modi) সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। আধঘণ্টার বেশি সময় ধরে ভ্যাকসিনের আকাল থেকে রাজ্যের নামবদল নিয়ে কথা হয় (Modi Mamata Meet)। ভোটের পর প্রথমবার দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী।
ডাবল ডোজের মধ্যে বাধ্যতামূলক RTPCR। কাল রাষ্ট্রপতির সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে অনিশ্চয়তা।
পেগাসাস নিয়ে সর্বদলের বৈঠক ডাকুন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরেই দাবি মুখ্যমন্ত্রীর।
আগরতলার হোটেলে আটক টিম পিকে। প্রতিবাদে বিক্ষোভ তৃণমূলের। আজ আগরতলা যাচ্ছেন মলয়, ব্রাত্য সহ তিন নেতা। ভয় পেয়েই বাধা। পাশে দাঁড়িয়ে বার্তা মানিক সরকারের। গিয়ে লাভ নেই, খোঁচা বিজেপির।
দিল্লির পুলিশ কমিশনার হলেন রাকেশ আস্তানা। ১৯৮৪ ব্যাচের গুজরাত ক্যাডারের আইপিএস অফিসার। বিএসএফের ডিজি পদ থেকে অবসর নেওয়ার তিনদিন আগে হলেন দিল্লির সিপি।
সিএএ লাগু করতে ২০২২ সালের ৯ জানুয়ারি পর্যন্ত আবেদন জানানো হয়েছে সংসদীয় কমিটিতে। গৌরব গগইয়ের প্রশ্নের উত্তরে সংসদে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী।