এক্সপ্লোর
Advertisement
আনন্দ সকাল (২): হাথরসকাণ্ডে বেলাগাম বিজেপি, নির্যাতিতার চরিত্র নিয়েই প্রশ্ন
হাথরসকাণ্ডের লজ্জা ঢাকতে এবার নির্যাতিতাকেই ঘটনার জন্য দায়ী করলেন উত্তর প্রদেশের বিধায়ক থেকে নেতা। বালিয়ার বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিংহর মন্তব্য, 'মেয়েদের সংস্কার শেখাক পরিবার। সংস্কার শেখানোর দায়িত্ব বাবা-মায়ের। শুধুমাত্র প্রশাসন ধর্ষণ আটকাতে পারবে না’। আরও একধাপ এগিয়ে বরাবাঁকির বিজেপি নেতা রঞ্জিত বাহাদুর শ্রীবাস্তব বলেছেন, "ঘাস কাটতে গিয়ে বাজরার ক্ষেতে কী করছিলেন নির্যাতিতা। অভিযুক্তের সঙ্গে সম্পর্ক ছিল নির্যাতিতার। প্রেমিকের সঙ্গে মারামারির জেরে মৃত্যু হয়েছে। ধর্ষণের কোনও প্রমাণ মেলেনি। তারপরেও কেন টাকার অর্থ সাহায্য দেওয়া হল?" এই মন্তব্যের তীব্র সমালোচনায় সরব হয়েছেন বিরোধীরা। অধীর চৌধুরী বলছেন, "এটাই মোদির নতুন ভারতের নমুনা।" বিকাশরঞ্জন ভট্টাচার্যের প্রশ্ন, ‘নিজের কন্যা ধর্ষিতা হলেও কি একই কথা বলতেন?’ ফিরহাদ হাকিমের কটাক্ষ, শুধু নাথুরাম গডসের পুজো করলে ভারতের মানুষের মন জয় করা যায় না। উল্টোদিকে বিজেপি নেতা সায়ন্তন বসু বলেছেন, "এরাজ্যে এমন ঘটনা ঘটলে মুখ্যমন্ত্রী তাকে ছোট ঘটনা বলে দেন। যোগী আদিত্যনাথ এসপিকে সাসপেন্ড করেছেন।" অন্যদিকে, রীতিমতো সালিশি সভা বসিয়ে অভিযুক্তদের ক্লিনচিট দেওয়া হল। নির্যাতিতাকে নিয়েই প্রশ্ন তুললেন হাথরসের প্রাক্তন বিধায়ক রাজবীর সিং পেহেলওয়ান। এ নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ইন্ডিয়া
Advertisement