এক্সপ্লোর
Advertisement
''সংশোধিত নাগরিকত্ব আইন আসলে ভারতের ‘আত্মঘাতী গোল’': সিএএ নিয়ে মোদি সরকারের সমালোচনায় প্রাক্তন বিদেশসচিব শিবশঙ্কর মেনন
সংশোধিত নাগরিকত্ব আইন আসলে ভারতের ‘আত্মঘাতী গোল’। সিএএ নিয়ে এই ভাষাতেই মোদি সরকারের সমালোচনায় সরব প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তথা প্রাক্তন বিদেশসচিব শিবশঙ্কর মেনন। গতকাল নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, দেশজুড়ে এই আইনের বিরোধিতা এবং বেড়ে চলা বিরুদ্ধ স্বর বিশ্ব থেকে ভারতকে কূটনৈতিক ভাবে বিচ্ছিন্ন করেছে। বিশ্বে ভারতের সমালোচকের সংখ্যা বাড়ছে। গত কয়েক মাসে ভারত সম্পর্কে ভাবনাই পাল্টে গিয়েছে। এটা আসলে ভারতের ‘আত্মঘাতী গোল’। সম্প্রতি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘ওদের নিজেদের মধ্যে লড়াই করতে দিন।’ সেই প্রসঙ্গে উল্লেখ করে এদিন মেনন বলেন, ভারতের বন্ধুরাও এখন বিরূপ মন্তব্য করছেন। প্রাক্তন বিদেশ সচিব আরও বলেন, অসহিষ্ণু রাষ্ট্র হিসেবে পরিচিত পাকিস্তানের সঙ্গে নিজেকে এক সারিতে বসিয়ে ফেলেছে ভারত। সম্প্রতি মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক এড়িয়ে যাওয়ারও সমালোচনা করেছেন তিনি
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement